RisingBD Online Bangla News Portal

ঢাকা     বৃহস্পতিবার   ২৯ অক্টোবর ২০২০ ||  কার্তিক ১৪ ১৪২৭ ||  ১১ রবিউল আউয়াল ১৪৪২

চাঁদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম  

চাঁদপুর সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৫:৩৮, ১৬ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
চাঁদপুরে একসঙ্গে ৫ সন্তানের জন্ম  

চাঁদপুরের কচুয়া উপজেলার ক্লিনিকে একসঙ্গে ৫ সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি।

শনিবার (১৫ আগস্ট) রাতে কচুয়া টাওয়ার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারে মারুফা বেগম নামে এই প্রসূতি ৫ সন্তানর জন্ম দেন।

ক্লিনিক কর্তৃপক্ষ জানিয়েছেন নরমাল ডেলিভারিতেই তার বাচ্চা প্রসব হয়েছে। ৫ সন্তানের মধ্যে ৪ ছেলে ও ১ কন্যা সন্তান রয়েছে। সব সন্তান সুস্থ রয়েছে বলেও জানান তারা।

জানা যায়, মা মারুফা বেগমের বাড়ি কচুয়া উপজেলার আন্দিরপাড় এলাকায়।৫ সন্তান সুস্থ থাকায় তিনি অত্যন্ত খুশি।

এদিকে এ ঘটনায় প্রসূতির পরিবার ও স্বজনদের মধ্যে আনন্দের বন্যা বইছে। তবে এ খবর দ্রুত ছড়িয়ে পড়লে ওই ক্লিনিকে সামনে উৎসুক মানুষের ভিড় লেগে যায়। ৫ নবজাতককে দেখতে হাসপাতালে ছুটে আসেন অনেকে।

জয়/টিপু

সর্বশেষ

পাঠকপ্রিয়