ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

কুড়িগ্রামে বিএনপির ‍২ গ্রুপের সংঘর্ষ: জেলার শীর্ষ নেতারা আহত 

কুড়িগ্রাম সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:৩৪, ১৯ আগস্ট ২০২০   আপডেট: ১০:৩৯, ২৫ আগস্ট ২০২০
কুড়িগ্রামে বিএনপির ‍২ গ্রুপের সংঘর্ষ: জেলার শীর্ষ নেতারা আহত 

কুড়িগ্রামে বিএনপি’র ত্রাণ বিতরণকে কেন্দ্র করে জেলা বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা ও যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। 
বুধবার বিকেলে সদর উপজেলার ভেলাকোপা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বন্যার্তদের মাঝে কেন্দ্রীয় বিএনপি’র ত্রাণ বিতরণ অনুষ্ঠিানে এ ঘটনা ঘটে।


পুলিশ জানায়, বিএনপির ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বিএনপি’র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ। এসময় অনুষ্ঠানে আসনে বসা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধারণ সম্পাদক সাইফুর রহমান রানা গ্রুপের সঙ্গে যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদের গ্রুপের কথা কাটাকাটির একপর্যায়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষে দুই গ্রুপের আহতরা কুড়িগ্রাম জেনারেল হাসপাতালসহ বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন।
কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজার রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। 

বাদশাহ্ সৈকত/সাজেদ 

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়