ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

সাভারে অটোরিকশায় যাত্রী পরিবহন ঠেকাতে ‘হার্ডলাইনে’ পুলিশ

সাভার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৪৫, ১৪ এপ্রিল ২০২১  
সাভারে অটোরিকশায় যাত্রী পরিবহন ঠেকাতে ‘হার্ডলাইনে’ পুলিশ

করোনাভাইরাস রোধে সরকার ঘোষিত আট দিনের লকডাউনের প্রথমদিনে সাভারের ঢাকা-আরিচা মহাসড়কে অটোরিকশায় যাত্রী পরিবহন ঠেকাতে কঠোর অবস্থান নিয়েছে পুলিশ।

বুধবার (১৪ এপ্রিল) দুপুরের পর থেকে মহাসড়কের সাভার স্ট্যান্ড, রেডিও কলোনি স্ট্যান্ড ও নবীনগরে এ চিত্র দেখা গেছে।

সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পায়ে চালিত রিকশা, অটোরিকশা ও মোটরচালিত রিকশা নিয়ে গাদাগাদি করে যাতায়াত করছেন অনেকে। তবে দুপুরের পর থেকে রিকশা বন্ধে হার্ডলাইনে নামে প্রশাসন। 

এসময় দেখা যায়, পায়ে চালিত রিকশা বা মোটরচালিত রিকশা নিয়ে প্রধান সড়কে নামলে ডাম্পিংয়ের পাঠাচ্ছে ট্রাফিক পুলিশ। অনেক রিকশার চাকা পাংচার করে দেওয়া হচ্ছে।

ঢাকা জেলা পুলিশের সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) শাহীদুল ইসলাম বলেন, ‘নিত্য প্রয়োজনীয় যেসব সেবা রয়েছে, সেসব গাড়ি চলতে দেওয়া হচ্ছে। মানুষের তো সড়কে নামা নিষেধ। এছাড়াও মহাসড়কে রিকশা চলাচল বন্ধ রয়েছে। আমরা সর্বোচ্চ ব্যবস্থা নিয়েছি সবখানে।’

সাব্বির/সনি

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়