ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

৫ হাজার কর্মহীন মানুষের জন্য সিএমপির খাদ্য সহায়তা

নিজস্ব প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৫৭, ১৬ এপ্রিল ২০২১  
৫ হাজার কর্মহীন মানুষের জন্য সিএমপির খাদ্য সহায়তা

করোনায় লকডাউন পরিস্থিতিতে কর্মহীন হওয়া চট্টগ্রামের ৫ হাজার মানুষকে খাদ্য সহায়তা দিচ্ছে চট্টগ্রাম মহানগর পুলিশ (সিএমপি)। 

সিএমপি’র বন্দর জোনের উদ্যোগে বৃহস্পতিবার (১৫ এপ্রিল) থেকে এই সহায়তা প্রদান শুরু হয়েছে।

শুক্রবার (১৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগর পুলিশের বন্দর জোনের উপ-কমিশনার এস এম মেহেদী হাসান বিষয়টি জানিয়েছেন।

উপ-কমিশনার জানান, করোনার প্রাদুর্ভাবে কর্মহীন দারিদ্র্য পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণের এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেন পুলিশ কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। এ কার্যক্রমের আওতায় প্যাসিফিক জিন্স ও কে এস আর এম এর সহায়তায় সিএমপি’র বন্দর বিভাগের ২৩ টি বিট এলাকায় বসবাসরত প্রায় ৫ হাজার দরিদ্র পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। প্রতিটি পরিবারকে ১০ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ১ কেজি পেঁয়াজ, ২ কেজি আলু, ১ কেজি লবন, ১ লিটার ভোজ্য তেল ও ১টি সাবানসহ সর্বমোট ১৮ কেজি খাদ্য দ্রব্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী প্রত্যেকের বাসায় বাসায় গিয়ে বিতরণ করা হচ্ছে।

চট্টগ্রাম/রেজাউল/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়