ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

মাদারীপুরের শিবচরে দুইপক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ

মাদারীপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৬:১৭, ১৬ মে ২০২১   আপডেট: ০৮:২৩, ১৬ মে ২০২১
মাদারীপুরের শিবচরে দুইপক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধ

মাদারীপুরের শিবচরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষে ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ১৫ জন। শনিবার (১৫ মে) রাত ৮টার দিকে শিবচর উপজেলার কুতুবপুর ইউনিয়নের সাহেব বাজারে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শিবচরের কুতুবপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আতিক মাদবরের সাথে একই এলাকার সাবেক চেয়ারম্যান মনোয়ার বেপারীর দীর্ঘদিন ধরে আধিপত্য নিয়ে বিরোধ চলে আসছিল। এরই জেরে রাতে দুইপক্ষের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পরে। পরে শুরু হয় গোলাগুলি। এতে ৭ জন গুলিবিদ্ধসহ আহত হয় অন্তত ১৫ জন।
তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

মাদারীপুরের শিবচর স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক এমদাদুল হক রাসেল বলেন, গুলিবিদ্ধ বেশ কয়েকজন রোগী হাসপাতালে এসেছে। তাদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক। বাকি সবার চিকিৎসা চলছে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদ্য পদোন্নতি পাওয়া পুলিশ সুপার) মো. আব্দুল হান্নান জানান, পরিস্থিতি মোকাবেলায় পুলিশ রাবার বুলেট ও ফাঁকা গুলি নিপেক্ষ করে। ওই এলাকায় মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। এ ঘটনার সাথে জড়িতদের ধরতে পুলিশ কাজ শুরু করছে।

বেলাল/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়