ঢাকা     শুক্রবার   ২৬ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৩ ১৪৩১

কুষ্টিয়ার করোনা হাসপাতালে ১৭ মৃত্যু, শনাক্ত ২৪৫

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:২১, ১১ জুলাই ২০২১   আপডেট: ১০:২৩, ১১ জুলাই ২০২১
কুষ্টিয়ার করোনা হাসপাতালে ১৭ মৃত্যু, শনাক্ত ২৪৫

কুষ্টিয়া করোনা ডেডিকেটেড হাসপাতালে ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে।

শনিবার (১০ জুলাই) সকাল ৮টা থেকে রোববার (১১ জুলাই) সকাল ৮টা পর্যন্ত বিভিন্ন সময়ে তাদের মৃত‌্যু হয়েছে।

এদের মধ্যে ১৩ জন করোনা পজেটিভ ও ৪ জনের করোনা উপসর্গ ছিল বলে নিশ্চিত করেছেন কুষ্টিয়া জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবদুল মোমেন।

পিসিআর ল্যাব ও জেলা সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, গত ২৪ ঘণ্টায় জেলায় ৮৯২ জনের নমুনা পরীক্ষা করে ২৪৫ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২৭.৪৪ শতাংশ।

এদিকে, চলমান লকডাউনে স্থানীয় প্রশাসনের তৎপরতার মধ্যেও কাঁচাবাজারগুলোতে মানুষের উপচে পড়া ভিড় লক্ষ‌্য করা গেছে। কোনোভাবেই স্বাস্থ্যবিধি মানছেন সাধারণ মানুষ।

অপরদিকে, সরকারি বিধিনিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে জরিমানা আদায় করছেন ভ্রাম্যমাণ আদালত। জেলায় সেনা সদস্যদের টহল দিতেও দেখা গেছে।

কাঞ্চন/বুলাকী

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়