ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঢল, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৪:৪৫, ১৮ জুলাই ২০২১   আপডেট: ১৪:৫৭, ১৮ জুলাই ২০২১
শিমুলিয়া ঘাটে যাত্রীদের ঢল, উপেক্ষিত স্বাস্থ্যবিধি

ঈদকে কেন্দ্র করে আজো মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাটে দক্ষিণবঙ্গের ২১ জেলার ঘরমুখো মানুষের ঢল নেমেছে।

রোববার (১৮ জুলাই) সকাল থেকেই ঢাকাসহ বিভিন্ন প্রান্ত থেকে ঘাটে এসে ফেরি ও লঞ্চে পদ্মা পাড়ি দিচ্ছেন হাজার হাজার মানুষ।

অর্ধেক যাত্রী ধারণের কথা থাকলেও অধিক যাত্রী নিয়ে পদ্মা পারি দিচ্ছে লঞ্চ। লঞ্চে ও ফেরিতে যাত্রীদের ভিড়ে হিমশিম অবস্থা।  

বেশিরভাগ যাত্রীর মুখেই মাস্ক নেই। ঈদযাত্রার হুড়োহুড়িতে সামাজিক দূরত্ব না থাকায় চরম ভাবে উপেক্ষিত হচ্ছে স্বাস্থ্যবিধি।

এদিকে নদী পারাপারের অপেক্ষায় ঘাটে অবস্থান করছে পাঁচশতাধিক পণ্যবাহী ট্রাক ও ব্যক্তিগত গাড়ি।

অপরদিকে, শিমুলিয়া ঘাটের অভিমুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পারাপারের অপেক্ষায় রয়েছে কয়েকশত পণ্যবাহী ট্রাক।

সকাল থেকে যানবাহন ও যাত্রী পারাপারে নৌরুটে ১৭টির মধ্যে ১৪টি ফেরি ও ৮৩টি লঞ্চ চলাচল করছে।

সরেজমিনে শিমুলিয়া ঘাটে গেলে দেখা যায়, ঘাটের পন্টুনে ফেরি ও লঞ্চ নোঙরের সঙ্গে সঙ্গে যাত্রীরা হুমড়ি খেয়ে উঠে পড়ছে। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধির বিষয়ে সতর্ক করলেও বিন্দু মাত্র ভ্রূক্ষেপ নেই যাত্রীদের।  কে কার আগে নৌযানে উঠবে সে প্রতিযোগিতায় ন্যূনতম সামাজিক দূরত্বও রাখছেন না তারা।

ফেরিঘাটের পার্কিং ইয়ার্ডে যানবাহনের দীর্ঘ সারি দেখা গেছে। ঘাটের অভিমুখে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের দোগাছি এলাকা হয়ে শ্রীনগরের সমশপুর পর্যন্ত কয়েক কিলোমিটার জুড়ে শতশত পণ্যবাহী ট্রাকের দীর্ঘ সারি রয়েছে।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্পোরেশনের (বিআইডব্লিউটিসি) শিমুলিয়া ঘাটের সহকারী উপ-মহাব্যবস্থাপক শফিকুল ইসলাম জানান, নৌরুটে বর্তমানে ১৪টি ফেরি সচল রয়েছে। শিমুলিয়া ঘাট এলাকায় পারাপারের জন্য পণ্যবাহী ও যাত্রীবাহী মিলিয়ে পাঁচশতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে। ধারাবাহিকভাবে সকল যানবাহন পারাপার করা হবে।

বিআইডব্লিউটিসি শিমুলিয়াঘাটের মেরিন কর্মকর্তা জানান, নদীতে পানি বৃদ্ধি ও তীব্র স্রোতের কারণে শিমুলিয়া থেকে বাংলাবাজার ঘাটে যেতে ফেরিগুলোর দ্বিগুণ সময় লাগছে। প্রতিটি ফেরিকে স্রোতের বিপরীতে ও নদীতে ৩-৪ কিলোমিটার অধিক পথ ঘুরে যেতে হচ্ছে। স্রোতের বিপরীতে চলাচলে সক্ষমতা না থাকা তিনটি ফেরি নৌরুটের উভয় পাশে নোঙর করে রাখা হয়েছে।

রতন/টিপু

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়