ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বিরামপুর সীমান্তে মাদকসেবীদের ঠেকাতে ইউএনও`র অভিযান

দিনাজপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ০৩:১১, ২২ জুলাই ২০২১   আপডেট: ০৮:২২, ২২ জুলাই ২০২১
বিরামপুর সীমান্তে মাদকসেবীদের ঠেকাতে ইউএনও`র অভিযান

ঈদের দিনে বিভিন্ন এলাকা থেকে মাদকসেবীদের আনাগোনা ঠেকাতে দিনাজপুরের বিরামপুর সীমান্তে ইউএনও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় ৪২টি মামলায় ৪১ জনকে ১৬ হাজার ৩০০ টাকা জরিমানাসহ ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন তিনি।

শহরসহ সীমান্তে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল সরকার। 

বুধবার (২১ জুলাই) রাতে বিষয়টি জানিয়েছেন বিরামপুর উপজেলার নির্বাহী অফিসার পরিমল সরকার। 

তিনি রাইজিংবিডিকে জানান, ঈদের দিনে বিরামপুর শহরে যানজট কমানো, অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা হ্রাস এবং সীমান্ত এলাকায় মাদকসেবীদের আনাগোনা নিয়ন্ত্রণের লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্টের মাধ্যমে ৪২টি মামলায় ৪১ জনকে ১৬ হাজার ৩০০ টাকা অর্থদণ্ড এবং ১ জনকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

তিনি আরও জানান, বিরামপুর থানা অফিসার ইনচার্জের নেতৃত্বে থানা পুলিশের একটি টিম সর্বাত্মক আমাকে সহযোগিতা করেছেন।

মাদকমুক্ত নিরাপদ বিরামপুর গড়তে সকলের সহযোগিতা কামনা করছি।

মোসলেম/আমিনুল

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়