ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

টানা বৃষ্টিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:১৯, ৬ ডিসেম্বর ২০২১   আপডেট: ১১:৩৮, ৬ ডিসেম্বর ২০২১
টানা বৃষ্টিতে বিপর্যস্ত নিম্ন আয়ের মানুষ

সারা দেশের মতো গাজীপুরেও রোববার (৫ ডিসেম্বর) থেকে কখনো একটানা, কখনো থেমে থেমে বৃষ্টি হচ্ছে। এতে দিনমজুর ও নিন্মআয়ের মানুষদের স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হচ্ছে। 

পড়ুন: ঘূর্ণিঝড় জাওয়াদ, বৃষ্টি অব্যাহত

সোমবার (৬ ডিসেম্বর) সকালে গাজীপুরে বৃষ্টি উপেক্ষা করেই কাজে যেতে দেখা যায় পোশাক কারখানার শ্রমমিকদের। এছাড়া বৃষ্টির মধ্যে যাত্রী নিয়ে ছুটতে দেখা যায় রিকশা চালক আব্দুল করিমকে।  

আব্দুল করিম বলেন, ‘বৃষ্টির কারণে গতকাল (রোববার) বিকেলে ঘর থেকে বের হয়নি। কিন্তু আজ (সোমবার) আর ঘরে বসে থাকার উপায় নেই। ঘরে ছোট ছোট তিনটি সন্তান আছে। সারাদিন রিকশা চালিয়ে যা আয় হবে তা দিয়েই চলবে সংসার। একদিন ঘরে বসে থাকলেই দেনার খাতায় নাম উঠবে। তাই পেটের দায়ে বৃষ্টিতে ভিজে রিকশা চালাচ্ছি।’

একাধিক রিকশা ও ভ্যান চালকের সঙ্গে কথা বলে জানা যায়, অসময়ে বৃষ্টিতে তাদের আয় কমেছে। সকালে গার্মেন্টস ও বিভিন্ন অফিসগামী মানুষের কারণে কিছু যাত্রী পেলেও বৃষ্টির কারণে বেলা বাড়ায় সড়কে মানুষের সংখ্যা কমতে শুরু করে। 

সাত্তার আলী নামে এক রিকশা চালক বলেন, ‘প্রতিদিন সকালেই ২০০ টাকার মতো রোজগার হয়। কিন্তু সোমবার সকালে হয়েছে ৭০ টাকা। আরও কয়দিন বৃষ্টি থাকে কে জানে। বগুড়া থেকে এসে গাজীপুর রিকশা চালাই। ঘরে মা, বউ সন্তানরা আছে। সারাদিনে চাল-তরকারি সব মিলিয়ে সংসারের খরচ আছে ৫০০ টাকা। গোছানো টাকা নেই, এভাবে দু'দিন চললে পরিবার নিয়ে না খেয়ে থাকতে হবে।’

এদিকে আবহাওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ‘ঢাকা ও পাশ্ববর্তী এলাকায় সোমবার আকাশ মেঘলা থাকবে। আগামী ৬ ঘণ্টায় দেশে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে।’

পড়ুন: কুয়াকাটা উপকূলে তিন দিনেও দেখা মেলেনি সূর্যের

রেজাউল/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়