ঢাকা     রোববার   ০৫ মে ২০২৪ ||  বৈশাখ ২২ ১৪৩১

শিমুলিয়ায় জনস্রোত, পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

মুন্সীগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৮, ১ মে ২০২২   আপডেট: ১২:০০, ১ মে ২০২২
শিমুলিয়ায় জনস্রোত, পারের অপেক্ষায় ৪ শতাধিক যান

দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের প্রবেশদ্বার খ্যাত শিমুলিয়া ঘাটে আজও ঘরমুখো মানুষের ঢল নেমেছে। এতে ফেরি পারের অপেক্ষায় ৪ শতাধিক যানবাহনের সারি তৈরি হয়েছে। ফলে যাত্রীদের ভোগান্তি বেড়েছে।

রোববার (১ মে) ভোররাত থেকে শিমুলিয়া ঘাটে যানবাহন ও যাত্রীদের চাপ বাড়তে থাকে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তা আরো কয়েকগুণ বৃদ্ধি পায়।

সরেজমিনে ঘাট এলাকা ঘুরে দেখা যায়, লঞ্চ ও স্পিডবোট যাত্রীচাপে তিল ধারণের ঠাঁই নেই। প্রিয়জনের সঙ্গে ঈদ আনন্দ ভাগাভাগি করতে যে যেভাবে পারছেন পার হওয়ার চেষ্টা করছেন। একটি ফেরি ঘাটে ফিরলে ঘরমুখো মানুষ হুমড়ি খেয়ে পড়ছেন।

বিআইডব্লিউটিসি শিমুলিয়া ঘাট ব্যবস্থাপক (বাণিজ্য) মো. ফয়সাল বলেন, ‘শিমুলিয়া-বাংলাবাজার ও শিমুলিয়া-মাঝিকান্দি নৌ রুটে ১০টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে।’

তিনি আরো বলেন, ‘ঘাট কর্তৃপক্ষ যাত্রীদের সুবিধার্থে ১ নম্বর ফেরিঘাট দিয়ে শুধু মোটরসাইকেল ও বাকি ২,৩ ও ৪ নম্বর ঘাট দিয়ে ফেরি ও যাত্রী পারাপারের জন্য নির্ধারিত করে দিয়েছে। ফেরি পারের জন্য এখন চার শতাধিক যানবাহন অপেক্ষায় রয়েছে।’

বিআইডব্লিউটিএ শিমুলিয়া ঘাটের পরিবহন পরিদর্শক মো. সোলেমান বলেন, ‘শনিবার রাতে বৈরী আবহাওয়ার কারণে লঞ্চ ও স্পীডবোট চলাচল বন্ধ করে দিলেও আজ সকাল থেকে তা পুনরায় চালু করা হয়েছে।’

রতন/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়