ঢাকা     শনিবার   ১৮ মে ২০২৪ ||  জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

৪০ দিন পর বগুড়ায় স্বস্তির বৃষ্টি

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:৪৮, ৪ মে ২০২৪  
৪০ দিন পর বগুড়ায় স্বস্তির বৃষ্টি

বগুড়া শহরে স্বস্তির বৃষ্টি

গ্রীষ্মের টানা তীব্র তাপপ্রবাহের পর অবশেষে বগুড়ায় এক পশলা বৃষ্টি নেমেছে। শনিবার (৪ মে) বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৬টা ২০ মিনিট পর্যন্ত শহরের বিভিন্ন স্থানে ৭ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়। আবহাওয়া অফিস সূত্র জানায়, আগামী ৭ মে পর্যন্ত বগুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

সারা দেশের মতো বগুড়া জেলায় গত কয়েক সপ্তাহ ধরে টানা তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এতে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।

শনিবার সকাল থেকে আকাশে মেঘের ঘনঘটা দেখা দিলেও বেলা গড়াতেই বগুড়া শহরে রোদ উঠে যায়। পরে রোদ আর মেঘের লুকোচুরি মধ্যে বিকেল সাড়ে ৫টায় বগুড়া শহরের বিভিন্ন এলাকায় ঝড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে হালকা বৃষ্টি ঝরতে শুরু করে। এ সময় অনেক শিশু-কিশোরকে রাস্তায় বৃষ্টিতে ভিজতে দেখা যায়। আবার অনেকে বাড়ির ছাদে বৃষ্টিতে ভিজতে গরম থেকে নিজেদের শীতল করার চেষ্টা করেন।

বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক নুরুল ইসলাম, বগুড়ায় ১ মাস ১০ দিন পর বৃষ্টি নামল। আজকে বৃষ্টি রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৮ মিলিমিটার। ৪৫-৫০ মিনিটের মতো শহরের মধ্যে বৃষ্টি হয়েছে। এর আগে গত মার্চ মাসের ২০ তারিখে বগুড়ায় বৃষ্টি হয়েছে। ওই সময় বৃষ্টিপাত রেকর্ড করা হয় ১৭ মিলিমিটার।

তিনি আরও বলেন, আগামী ৭ দিন বগুড়ায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বৃষ্টিপাতের পরিমাণ আজকের চেয়ে বাড়বে।

এনাম/বকুল

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়