ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:২৩, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১২:২৫, ২১ ডিসেম্বর ২০২৫
চট্টগ্রামে ভারতীয় ভিসা সেন্টার অনির্দিষ্টকালের জন্য বন্ধ

চট্টগ্রামের নাসিরাবাদ ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কার কথা উল্লেখ করে ভারতীয় সহকারী হাইকমিশন দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়েছে, রবিবার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ সেন্টারের সব কার্যক্রম স্থগিত থাকবে। 

বিবৃতিতে আরো বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় চট্টগ্রামের আইভ্যাক বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেসব আবেদনকারীর ভিসার অ্যাপয়েন্টমেন্ট নির্ধারিত ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ ঘোষণা করা হবে।

ঢাকা/রেজাউল/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়