ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

বিনোদন ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:২০, ২১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১১:৩৩, ২১ ডিসেম্বর ২০২৫
সড়ক দুর্ঘটনার কবলে নোরা ফাতেহি

নোরা ফাতেহি

সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন বলিউডের আলোচিত অভিনেত্রী নোরা ফাতেহি। শনিবার (২০ ডিসেম্বর) বিকালে মুম্বাইয়ে সানবার্ন ফেস্টিভ্যালে যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে। ইন্ডিয়া টুডে এ খবর প্রকাশ করেছে। 

এ প্রতিবেদনে জানানো হয়েছে, বিকাল ৪টার দিকে দুর্ঘটনাটি ঘটে। মদ্যপ অবস্থায় এক চালক নোরাকে বহনকারী গাড়িটিতে ধাক্কা মারে। পুলিশ ২৭ বছর বয়সি বিনয় সাকপালকে গ্রেপ্তার করেছে, যার গাড়িটি অভিনেত্রীর গাড়িকে ধাক্কা দেয় বলে অভিযোগ। 

আরো পড়ুন:

মুম্বাই পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় নোরা ফাতেহির গুরুতর আঘাত পাননি। প্রাথমিক চিকিৎসার জন্য তাকে কাছের একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়, চিকিৎসকরা তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে নিশ্চিত করেন। পরে ফেস্টিভ্যালে যোগ দেন নোরা ফাতেহি। ধারণা করা হচ্ছে, ধাক্কা দেওয়া গাড়িটির চালক মদ্যপ ছিলেন।

দুর্ঘটনার পরও নোরা ফাতেহি তার পেশাগত দায়িত্ব পালন করার সিদ্ধান্ত নেন। যদিও চিকিৎসকরা বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছিলেন। কেবল তাই নয়, সন্ধ্যায় সানবার্ন ফেস্টিভ্যালে পারফর্ম করেন নোরা। তার শরীরে অভ্যন্তরীণ আঘাত আছে কি না তা নিশ্চিত করতে চিকিৎসকরা সতর্কতামূলকভাবে সিটি স্ক্যানসহ বিভিন্ন পরীক্ষা করেন। একটি সূত্র বলেন, “ধাক্কার ফলে হালকা আঘাত পেয়েছেন নোরা ফাতেহি। তবে সতর্কতার সঙ্গে অনুষ্ঠানে যোগ দেওয়ার অনুমতি দেন চিকিৎসকরা।”

নোরা ফাতেহির মা–বাবা দুজনই মরক্কোর। তবে তার জন্ম আর বেড়ে ওঠা কানাডায়। ক্যারিয়ার গড়েছেন ভারতে। যদিও নিজেকে মরোক্কান হিসেবে পরিচয় দিতেই ভালোবাসেন এই অভিনেত্রী, নৃত্যশিল্পী।  

‘বিগ বস’ রিয়েলিটি শোয়ের মাধ্যমে ভারতীয় শোবিজ অঙ্গনে পা রাখেন নোরা। তেলেগু ভাষার ‘টেম্পার’, ‘বাহুবলি: দ্য বিগিনিং’, ‘কিক টু’, বলিউডের ‘সত্যমেভ জয়তে’, ‘স্ট্রিট ড্যান্সার থ্রিডি’ সিনেমার গানে নেচে বিশেষ পরিচিত লাভ করেন তিনি। 

শুধু বড় পর্দায়ই নয়, ছোট পর্দা এবং মিউজিক ভিডিওতেও সমান জনপ্রিয় তিনি। ‘ঝলক দিখলা যা’, ‘কমেডি নাইটস’, ‘এমটিভি ট্রল পুলিশ’সহ বেশ কিছু রিয়েলিটি শোয়ে পারফরর্ম করেও নজর কাড়েন তিনি।

ঢাকা/শান্ত

সর্বশেষ

পাঠকপ্রিয়