ঢাকা     শনিবার   ২০ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ৭ ১৪৩১

কুসিক থেকে বিদায় নিলেন মেয়র সাক্কু

কুমিল্লা সংবাদদাতা  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:২২, ১৬ মে ২০২২   আপডেট: ২০:৩৩, ১৬ মে ২০২২
কুসিক থেকে বিদায় নিলেন মেয়র সাক্কু

সকাল থেকে বিভিন্ন কাজের ফাইল নিয়ে অপেক্ষা করছেন কুমিল্লা সিটি কর্পোরেশনের (কুসিক) কর্মকর্তারা। একে একে এগিয়ে আসছেন। ফাইল দেখে তাতে স্বাক্ষর করলেন মেয়র মো. মনিরুল হক সাক্কু। 

শেষ কর্মদিবসে মেয়র সিটি কর্পোরেশনের কর্মকর্তা, কর্মচারীদের থেকে বিদায় নেন এবং নির্বাচনে যেন বিজয়ী হতে পারেন, সেই জন্য সিটি কর্পোরেশনে আগত সেবা প্রত্যাশীদের থেকে দোয়া চান। 

মেয়র মনিরুল হক সাক্কু বলেন, ‘আমি দুই মেয়াদে কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব শেষ করেছি। আজ সোমবার (১৬ মে) আমার শেষ কর্মদিবস ছিল। শেষ দিনে বহু ফাইল স্বাক্ষর করেছি। মোটামুটি সকল আনুষ্ঠানিকতা শেষ করেছি। এখন থেকে নির্বাচন পর্যন্ত দায়িত্ব পালন করবেন প্রধান নির্বাহী কর্মকর্তা।’

সাক্কু বলেন, ‘গত নির্বাচনের আগে আমি যে ইশতিহার ঘোষণা করেছিলাম, তার ৬৫ ভাগ করেছি। এবার নির্বাচিত হলে বাকি কাজগুলো শেষ করবো।’ 

আর যদি নির্বাচিত না হন তাহলে কী পরিকল্পনা রয়েছে— এমন প্রশ্নে সাক্কু বলেন, ‘মেয়রের দায়িত্ব পালনকালে আমি দলের সাংগঠনিক কাজে সম্পৃক্ত হতে পারিনি। যদি মেয়র না হই, তাহলে আগের মতো মাঠের রাজনীতিতে ফিরবো।’ 

এক প্রশ্নের উত্তরে মেয়র সাক্কু বলেন, ‘আমি নির্বাচিত হই কিংবা অন্য কেউ হোন, সবাই সহযোগিতা করবেন। তাহলে সুন্দর সুপরিকল্পিত কুমিল্লা নগরী গড়ে উঠবে।’  

সিটি কর্পোরেশন থেকে বিকেল ৩টায় বিদায় নেয়ার সময় আবেগাপ্লুত হয়ে পড়েন মনিরুল হক সাক্কু।

১১ মে স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ শামছুল আলম স্বাক্ষরিত এক চিঠিতে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহীকে দায়িত্ব গ্রহণের অফিস আদেশ দেয়া হয়। 

কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. সফিকুল ইসলাম বলেন, মঙ্গলবার থেকে তিনি দায়িত্ব পালন শুরু করবেন। 

শরীফ/বকুল 

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়