ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

চাটমোহর থানায় লাশ সংরক্ষণ ঘর উদ্বোধন

পাবনা প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৩২, ১৭ আগস্ট ২০২২  
চাটমোহর থানায় লাশ সংরক্ষণ ঘর উদ্বোধন

আত্মহত্যা, দুর্ঘটনায় নিহত বা হত্যাকাণ্ডের শিকার মানুষদের লাশ ময়নাতদন্তে পাঠানোর আগে নিরাপদে সংরক্ষণের জন্য পাবনার চাটমোহর থানায় শীতাতপ নিয়ন্ত্রিত লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) রাত ৯টার দিকে থানা চত্বরে এই লাশ সংরক্ষণ ঘরের উদ্বোধন করেন পাবনার পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মহিবুল ইসলাম খান।

মহিবুল ইসলাম খান বলেন, মানুষ পুলিশের উপর ভরসা করে। খুব বেশি কিছু পুলিশের কাছে চায় না। তাই মানুষের সঙ্গে ভালো ব্যবহার এবং তাদের কথা শুনতে হবে। পুলিশের মূল মন্ত্রগুলো জানতে হবে। মাদক, ইভটিজিং ও কিশোর অপরাধ প্রতিরোধে আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশের একার পক্ষে সব অপরাধ প্রতিরোধ বা নির্মূল করা সম্ভব নয়। তাই মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।’

এসময় অন্যদের মধ্যে চাটমোহর পৌরসভার মেয়র অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন সাখো, চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার সজীব শাহরীন, সার্কেল পরিদর্শক গোলাম মোস্তফা, চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন, পুলিশ পরিদর্শক (তদন্ত) নয়ন কুমার সরকার প্রমুখ উপস্থিত ছিলেন। 

শাহীন/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়