ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৫, ১২ সেপ্টেম্বর ২০২২   আপডেট: ১৬:১৯, ১২ সেপ্টেম্বর ২০২২
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

ব্রাহ্মণবাড়িয়ায় পাঁচ দফা দাবীতে কর্মবিরতি পালন করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা। সোমবার (১২ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ১২টা পর্যন্ত ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসকের অফিস ভবনের সামনে কর্মবিরতি পালন করা হয়।

কর্মকর্তা-কর্মচারীদের দাবীসমূহ হলো- দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০২২ এর আলোকে প্রস্তাবিত জনবল কাঠামো ও নিয়োগ বাস্তবায়ন, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা (ডিআরআরও) পদ আপগ্রেডেশন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) পদ আপগ্রেডেশন, সচিবালয়ের ন্যায় দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মচারীদের পদনাম পরিবর্তন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের সকল শূণ্যপদ পদোন্নতি/চলতি দায়িত্ব/নিয়োগ মাধ্যমে পূরণ।

বিজয়নগর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনূর জাহান বলেন, ‘দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সৃষ্টির পর থেকে যে জনবল ছিল, এখনো তাই আছে। যে কারণে আমাদের পদবী উন্নয়ন হয়নি।’

তিনি আরও বলেন, ‘দুর্যোগ বিভাগ যুগোপযোগী করার জন্যই এই আন্দোলন। আমরা বিশ্বাস করি, যদি জনবল বৃদ্ধি করা হয়, তাহলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আরও এগিয়ে যাবে।’

রুবেল/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়