ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

অগ্নি নিরাপত্তার তোয়াক্কা নেই চট্টগ্রামে সাবের কনটেইনারে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:২১, ১৫ জানুয়ারি ২০২৩  
অগ্নি নিরাপত্তার তোয়াক্কা নেই চট্টগ্রামে সাবের কনটেইনারে

সাবের কনটেইনার ডিপো

চট্টগ্রামে এই শীতে বড় ধরনের অগ্নিকাণ্ড ঠেকাতে কঠোর অবস্থানে জেলা প্রশাসন এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্তৃপক্ষ। রোববার (১৫ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের কালুরঘাট এলাকায় অবস্থিত সাবের কনটেইনার ডিপোতে অভিযান চালিয়ে ২ লাখ টাকা জরমানা করেছে ভ্রম্যমাণ আদালত। 

চট্টগ্রামে বিএম কনটেইনার ডিপোর বড় ধরনের অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক মানুষের প্রাণহানী ঘটলেও অগ্নিনিরাপত্তার বিষয়ে কোনো তোয়াক্কাই করছে না এই সাবের কনটেইনার ডিপো। 

আরো পড়ুন:

অভিযান পরিচালনাকারী চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিট্রেট প্রতীক দত্ত জানান, কালুরঘাট ভারী শিল্প এলাকায় অবস্থিত হাজী সাবের টিম্বার কো. লি.পরিচালিত অভিযানে দেখা যায় ব্যাপক অনিয়মের চিত্র। প্রতিষ্ঠানটির ট্রেড লাইসেন্স ও ফায়ার লাইসেন্সের নামের সঙ্গে ব্যবসার ধরনের কোনো মিল নেই। টিম্বার কোম্পানি হিসাবে লাইসেন্স থাকলেও সরেজমিন পরিদর্শনে দেখা যায় এটি একটি কন্টেইনার ডিপো। ফায়ারের লাইসেন্সের মেয়াদ ২০২১ সালের ২১ জুন শেষ হলেও বিএম ডিপোর অগ্নি দুর্ঘটনার আগে কর্তৃপক্ষের টনক নড়েনি। ২০২২ সালের ৭ জুন তারিখে একসঙ্গে ২০২১-২২ এবং ২০২২-২৩ দুই বছরের লাইসেন্সের জন্য আবেদন করে ডিপো কর্তৃপক্ষ। কিন্তু পর্যাপ্ত অগ্নি নির্বাপণ ব্যবস্থা না থাকায় এবং সেফটি পরিকল্পনা না থাকায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ লাইসেন্সের নবায়ন স্থগিত রাখে। 

তিনি আরও জানান, আজ অভিযানে দেখা গেছে ডিপোর ভেতরে একটি খালি কন্টেইনারে অবৈধভাবে প্রায় ২০০ ড্রাম ডিজেল মজুত করা হয়েছে। ড্রামগুলোর বেশ কয়েকটির মুখ খোলা এবং পাশেই পড়ে থাকতে দেখা গেছে প্রচুর সিগারেটের ছাই ও অবশিষ্টাংশ। ডিপোতে নেই পর্যাপ্ত সিসিটিভি ক্যামেরা। এছাড়া গত ১৪ বছর ডিপো চালনা করলেও ফায়ার সেফটি পরিকল্পনা অনুমোদনের জন্য তারা কোনো ব্যবস্থা নেয়নি। 

ডিপোতে ১০০ জন বেতনভুক্ত কর্মচারী থাকলেও ফায়ারের প্রশিক্ষণ রয়েছে মাত্র ৪ জনের। যদিও তাদের কেউই ফায়ার এক্সটিংগুইসার ব্যবহার করতে জানেন না। ডিপোতে ছিল না কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর থেকে পাশ করা কোনো লে আউট। এসব অনিয়মের অভিযোগে ডিপোর এজিএম মো. এনামুল হককে ২ লাখ টাকা জরিমানা এবং আগামী ১ মাসের মধ্যে যাবতীয় ত্রুটি সংশোধনের আদেশ দেয় ভ্রাম্যমাণ আদালত। 

এ বিষয়ে পরবর্তীতে করণীয় জানতে চাইলে চট্টগ্রামের জেলা প্রশাসক আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ‘যাদের ফায়ার লাইসেন্স নেই বা লাইসেন্স থাকলেও ত্রুটির কারণে মানুষের প্রাণহানি ঘটতে পারে তাদের কোনো ছাড় নেই। বিএম ডিপোর ঘটনা আর যেন চট্টগ্রামে না ঘটে সেজন্য জেলা প্রশাসনের এই অভিযান চলমান থাকবে।’

রেজাউল/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়