ঢাকা     বৃহস্পতিবার   ২৫ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১২ ১৪৩১

‘ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপির সংসদ সদস্যরা’

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৪৬, ২৭ জানুয়ারি ২০২৩   আপডেট: ২১:০১, ২৭ জানুয়ারি ২০২৩
‘ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বিএনপির সংসদ সদস্যরা’

ভোটারদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বিএনপির সংসদ সদস্যরা পদত্যাগ করেছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক।

শুক্রবার (২৭ জানুয়ারি) বিকেলে চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের উপ-নির্বাচন উপলক্ষে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এই মন্তব্য করেন। চাঁপাইনবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে এ জনসভার আয়োজন করা হয়।

নানক বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি কী উদ্দেশ্যে অংশ নিয়েছিল আমরা জানি না। পরবর্তীতে কেনই বা তাদের সংসদ সদস্যরা পদত্যাগ করলেন, সেটাও বুঝে আসে না।’

তিনি বলেন, ‘বিএনপি নেতারা বলেছেন, আওয়ামী লীগ সরকারকে উৎখাতে তারা (পাঁচজন) সংসদ থেকে পদত্যাগ করেছেন। কিন্তু পাঁচজন সংসদ সদস্য পদত্যাগ করলে সরকার উৎখাত হয় না, এই আহাম্মকরা এটাও বুঝতে চায় না।’

বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরে নানক বলেন, ‘শেখ হাসিনার সরকার মানুষকে ২৫ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দিয়েছে। করোনায় সারাদেশ যখন স্থবির, তখন শেখ হাসিনা জনগণকে বিনা পয়সায় করোনাভাইরাসের ভ্যাকসিন দিয়েছেন। এছাড়া চাঁপাইনবাবগঞ্জে ২৫০ শয্যা হাসপাতাল, মহানন্দা নদীতে র‍্যাবার ড্যাম, টেকনিক্যাল ট্রেনিং সেন্টার, যুব উন্নয়নের ভবন নির্মাণ করা হয়েছে।’

এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওদুদ প্রমুখ।

মেহেদী/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়