ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

খুলনায় ১৫টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ২৮ জানুয়ারি ২০২৩  
খুলনায় ১৫টি স্বর্ণের বারসহ গ্রেপ্তার ২

ভারতে পাচারের সময় পুলিশের অভিযানে ১৫টি স্বর্ণের বারসহ ইমন ও আবুল হোসেন নামে দুই জনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৮ জানুয়ারি) দুপুরে খুলনা মহানগরীর জিরোপয়েন্ট থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

লবণচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, টুঙ্গিপাড়া এক্সপ্রেসের বাসে করে ঢাকা থেকে খুলনার জিরোপয়েন্ট এলাকায় নামেন চোরাকারবারি ইমন ও আবুল হোসেন। গাড়ি পাল্টিয়ে সাতক্ষীরায় যাওয়ার জন্য বাস থেকে নামলে তাদের দেখে পুলিশের সন্দেহ হয়। সন্দেহ হওয়ায় পুলিশ তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ১৫টি স্বর্ণের বার উদ্ধার করে। একজনের বাড়ি চট্টগ্রাম ও অপরজনের কুমিল্লা। তবে তারা দুইজনই ঢাকায় থাকে।

আরো পড়ুন:

আটক ব্যক্তিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়, তারা ভারতে পাচারের উদ্দেশে স্বর্ণের বারগুলো নিয়ে যাচ্ছিলেন।

নুরুজ্জামান/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়