ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্ধুসভার সম্মাননা পেলো একেকেএস কল্যাণ সংস্থা

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:৩৪, ২৯ জানুয়ারি ২০২৩  
বন্ধুসভার সম্মাননা পেলো একেকেএস কল্যাণ সংস্থা

সমাজসেবায় বিশেষ অবদান রাখায় সম্মাননা স্বারক পেলো আবুল খায়ের কল্যাণ সংস্থা (একেকেএস)।

শনিবার (২৮ জানুয়ারি) অন্নদা সরকারি উচ্চ বিদ্যালয়ের মাঠে ‘প্রথম আলো বন্ধুসভা ব্রাহ্মণবাড়িয়া’ এ সম্মাননা প্রদান করে। 

এদিন সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সামাজিক কর্মকাণ্ডে বিশেষ অবদান রাখায় আবুল খায়ের কল্যাণ সংস্থা নামের একটি সংগঠনকে সম্মাননা স্বারক দেওয়া হয়। 

উল্লেখ্য,আবুল খায়ের কল্যাণ সংস্থার যাত্রা শুরু হয় এক রুমের টিনের ঘরের মধ্য দিয়ে। নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউনিয়নের থানাকান্দি গ্রামের গরিব ও সাধারণ মানুষদের স্বাস্থ্যসেবা দেওয়া ছিলো সংগঠনটির প্রধান লক্ষ্য। গত আড়াই বছর ধরে প্রতি রোববার দুজন এমবিবিএস চিকিৎসক দ্বারা বিনামূল্যে চিকিৎসা ও ওষুধ বিতরণ করে আসছে এই সংঘটনটি।

এ ছাড়াও কম্বল বিতরণ, কৃতি শিক্ষার্থীদের আর্থিক সহযোগিতা এবং ফ্রি কম্পিউটার ট্রেনিং দেওয়াসহ নানা সেবামূলক কর্মকাণ্ড করে যাচ্ছে সংগঠনটি।

মাইনুদ্দীন/এনএইচ

সর্বশেষ

পাঠকপ্রিয়