ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ছেলেকে বেঁধে রেখে মুক্তিযোদ্ধাকে হত্যা, টাকা ও স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিবেদক, নারায়ণগঞ্জ || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৩:১১, ১ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৩:২৮, ১ ফেব্রুয়ারি ২০২৩
ছেলেকে বেঁধে রেখে মুক্তিযোদ্ধাকে হত্যা, টাকা ও স্বর্ণালংকার লুট

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছেলের হাত, পা ও চোখ বেঁধে রেখে বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিমকে শ্বাসরোধে হত্যার ঘটনা ঘটেছে। পরে তার ঘর থেকে জমি বিক্রির ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। এমনকি তারা বাড়ির সিসিটিভি’র হার্ডডিস্কও খুলে নিয়ে গেছে।

মঙ্গলবার (৩১ জানুয়ারি) দিবাগত রাত ২টার দিকে এনায়েতনগর ইউনিয়নের মাওলা বাজার এলাকায় এ ঘটনা ঘটে। 

আরো পড়ুন:

নিহত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হালিম একই এলাকার মৃত. মহব্বত আলীর ছেলে। 

পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

নিহতের ছেলে হাফেজ মো. মাসুদ বলেন, ‘আমার পরিবার শ্বশুর বাড়িতে বেড়াতে গেছে। রাতে আমি ও বাবা নিজের রুমে ঘুমিয়ে ছিলাম।হঠাৎ তিনজন দুর্বৃত্ত আমার হাত, পা ও চোখ বেঁধে মারধর করে। তবে তার বাবার রুমে কয়জন ছিলো তা জানা নেই। দুর্বৃত্তরা যাওয়ার সময় আলমারি ভেঙে ২০ লাখ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।’ 

তিনি আরও বলেন, ‘দুর্বৃত্তরা কিভাবে রুমে প্রবেশ করেছে তা আমি বলতে পারবো না। তবে এটি পরিকল্পিত ডাকাতি বলে ধারণা করছি।’

প্রত্যক্ষদর্শী ভাড়াটিয়া মাহেনূর বেগম বলেন, ‘রাতে প্রচুর শব্দ পেয়ে এগিয়ে গেলে ঘরের গেটের দরজা খোলা অবস্থায় দেখতে পাই। এসময় হাত, পা ও চোখ বাঁধা অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি মাসুদকে। রুমে ভেতর তার বাবার লাশ ও ঘরে থাকা আসবাবপত্র এলোমেলো অবস্থায় দেখি আমরা।’

ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক হুমায়ুন কবির বলেন, ছেলের পরিবারের সঙ্গে আব্দুল হালিম নিজ বাড়িতেই থাকতেন। ঘটনার সময় বাড়িতে ছেলে ও আব্দুল হালিম ছাড়া অন্য কেউ ছিলেন না। এই বাড়িতে থাকা সিসিটিভির হার্ডডিক্স খুলে নিয়ে গেছে দুর্বৃত্তরা। গুরুত্ব সহকারে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

রাকিব/ মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়