ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না: মির্জা আব্বাস

রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:৫৯, ৪ ফেব্রুয়ারি ২০২৩   আপডেট: ১৯:১৩, ৪ ফেব্রুয়ারি ২০২৩
কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না: মির্জা আব্বাস

কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। শনিবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে বিএনপির রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নগরীর সোনাদীঘি মোড়ে এই সমাবেশের আয়োজন করা হয়।

মির্জা আব্বাস বলেন, ‘এই সরকারকে জনগণ ভোট দেয়নি। তাদের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই। ১৫ বছর আগে যারা নতুন ভোটার হয়েছেন, তারা এখনো ভোট দেওয়ার সুযোগ পাননি। আমিও ভোট দেওয়া ভুলে গেছি। এখন তত্ত্বাবধায়ক সরকার চাইলে আওয়ামী লীগ বলে, এটা কোর্ট বাতিল করে দিয়েছে। কোর্টের রায়ে রাজনীতি নির্ধারণ হয় না।’

বিএনপির আন্দোলন কর্মসূচির কারণে আওয়ামী লীগের কম্পন শুরু হয়ে গেছে জানিয়ে তিনি বলেন, ‘আওয়ামী লীগের মাথায় পচন ধরে গেছে। মাথায় পচন ধরলে নিচে আর কিছু থাকে না। এখন আমাদের মিছিল-মিটিং দেখে জনসমাবেশ দেখে, নেতাকর্মীদের শ্লোগানে-পদযাত্রায় আওয়ামী লীগের কম্পন শুরু হয়ে গেছে। ওরা ভীতসন্ত্রস্ত হয়ে পড়েছে।’

তিনি আরো বলেন, ‘আমরা টোকা দিয়ে কিংবা ধাক্কা দিয়ে সরকারকে ফেলে দিতে চাই না। আমরা চাই, নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হোক। সেই নির্বাচনে আমরা যাব এবং বিপুল ভোটে জয়লাভ করব। এর মাধ্যমে, এই স্বৈরাচারী সরকারের পতন ঘটবে।’

সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার অন্যতম উপদেষ্টা মিজানুর রহমান মিনু। সভাপতিত্ব করেন মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ আলী ঈসা।

কেয়া/কেআই

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়