ঢাকা     রোববার   ২১ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৬ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

বগুড়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৩, ৫ ফেব্রুয়ারি ২০২৩  
মাকে হত্যায় ছেলের যাবজ্জীবন

বগুড়ায় নেশাগ্রস্ত অবস্থায় নিজের মাকে হত্যার দায়ে আবু বক্কর (৩০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। 

রোববার (৫ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১টার দিকে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক হাবিবা মন্ডল এ রায় দেন৷ সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম হলি বিষয়টি নিশ্চিত করেছেন ।  

আরো পড়ুন:

সাজাপ্রাপ্ত আবু বক্কর ধুনট উপজেলার শৈলমারী গ্রামের মৃত হবিবর আকন্দের ছেলে।

খোঁজ নিয়ে জানা গেছে, ২০১৫ সালের ১২ অক্টোবর রাত ১০টার দিকে নেশাগ্রস্ত অবস্থায় নিজের ৫৮ বছর বয়সী মা আলতাফুন্নেছাকে ভাত দিতে বলেন আবু বক্কর। এ সময় মা আলতাফুন্নেছা তাকে নিজে ভাত নিয়ে খেতে বলেন। এতে আবু বক্কর ক্ষিপ্ত হয়ে ওঠেন। একপর্যায়ে আবু বক্কর পাশে থাকা একটি গাছের ডাল দিয়ে তার মায়ের মাথায় আঘাত করেন। এতে আলতাফুন্নেছা জ্ঞান হারান। পরে স্থানীয় লোকজন আলতাফুন্নেছাকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ১৩ অক্টোবর আলতাফুন্নেছা মারা যান। এ ঘটনায় নিহতের বড় ছেলে শাহ আলম বাদী হয়ে ধুনট থানায় হত্যা মামলা করেন। ঘটনার তিনদিন পর ১৬ অক্টোবর পুলিশ আবু বক্করকে গ্রেপ্তার করে কারাগারে পাঠায়।

সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) অ্যাডভোকেট নাসিমুল করিম বলেন, গ্রেপ্তারের পর থেকেই আবু বক্কর কারাগারে ছিলেন। আদালতে দোষ স্বীকার করায় বিচারক তাকে যাবজ্জীবন সাজা দেন। আবু বক্বরকে  বগুড়া জেলা কারাগারে পাঠোনো হয়েছে।

এনাম/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়