ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৮৪ কোটি টাকা আত্মসাৎ, রূপালী ব্যাংকের ২ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক, খুলনা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৫:৪২, ১৮ সেপ্টেম্বর ২০২৩   আপডেট: ১৬:২১, ১৮ সেপ্টেম্বর ২০২৩
৮৪ কোটি টাকা আত্মসাৎ, রূপালী ব্যাংকের ২ ব্যাংক কর্মকর্তা বরখাস্ত

ভুয়া এলসি খুলে ৮৪ কোটি টাকা আত্মসাতের ঘটনার প্রাথমিক সত্যতা পাওয়ায় রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের দুই কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটির সুপারিশে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। ঘটনাটি ঘটেছে রূপালী ব্যাংক খুলনার সামস বিল্ডিং শাখায়। 

সাময়িক বরখাস্ত হওয়া কর্মকর্তারা হলেন- ব্যাংকের ডিজিএম জাকির ইবনে বোরাক এবং সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মুরাদ হোসেন। ব্যাংকের জেনারেল ম্যানেজার তাজউদ্দিন আহমেদ বিষয়টি স্বীকার করেছেন।

আরো পড়ুন:

প্রিয়াম ফিস এক্সপোর্ট ও বায়োনিক সি ফুড এক্সপোর্টের বিলে এ অনিয়ম ধরা পড়েছে বলে নিশ্চিত করেন ব্যাংকের শীর্ষ কর্মকর্তারা।

রূপালী ব্যাংক খুলনার স্যার ইকবাল রোডের সামস বিল্ডিং শাখার ডিজিএম বিলকিস বেগম জানান, ব্যাংকের বৈদেশিক শাখায় অনিয়ম ধরা পড়ায় ব্যাংকের প্রধান কার্যালয় থেকে সাত সদস্য বিশিষ্ট একটি টিম তদন্ত করে। তাদের সুপারিশের ভিত্তিতে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। 

এ বিষয়ে ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর এবং সিইও জাহাঙ্গীর হোসেন জানান, মেসার্স প্রিয়াম ফিস এক্সপোর্ট লিমিটেড'র ৩২টি এলসির/বিলের ৫৬ কোটি টাকা এবং মেসার্স বায়োনিক সি ফুড এক্সপোর্ট লিমিটেড'র ২১টি এলসি/বিলের ২৮ কোটি টাকার অনিয়ম ধরা পড়ে। এই কাজে সহায়তার জন্য এই শাখার সাবেক ডিজিএম জাকির ইবনে বোরাক এবং ফরেন এক্সচেঞ্জ-এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার মুরাদ হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

সাময়িক বরখাস্ত হওয়া ডিজিএম জাকির ইবনে বোরাক সাময়িক বরখাস্ত হওয়ার কথা স্বীকার করেছেন। তিনি বর্তমানে জিএম অফিসে সংযুক্ত আছেন। তবে প্রতারণা করে ব্যাংকের ৮৪ কোটি টাকা আত্মসাতের ঘটনা সম্পর্কে তিনি কথা বলতে রাজি হননি।

রূপালী ব্যাংক খুলনা জেনারেল ম্যানেজার তাজ উদ্দিন জানান, ডিজিএম জাকির ইবনে বোরাক এবং সিনিয়র প্রিন্সিপ্যাল অফিসার মুরাদ সাময়িক বরখাস্ত হয়েছেন। ব্যাংক টাকা আদায়ের ব্যবস্থা নিচ্ছে বলে তিনি দাবি করেন।

প্রসঙ্গত, রূপালী ব্যাংক সামস বিল্ডিং শাখার মাধ্যমে প্রিয়াম ফিস এক্সপোর্ট লি. এবং বায়োনিক ফিস এক্সপোর্ট লি. প্রতি বছর ১৬০ থেকে ১৮০ কোটি টাকার মাছ রপ্তানি করে।

নূরুজ্জামান/ মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়