ঢাকা     শনিবার   ২৭ এপ্রিল ২০২৪ ||  বৈশাখ ১৪ ১৪৩১

বান্দরবানে বিরল প্রজাতির শকুন অবমুক্ত

বান্দরবান প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:২৩, ২০ ডিসেম্বর ২০২৩  
বান্দরবানে বিরল প্রজাতির শকুন অবমুক্ত

চিকিৎসায় সুস্থ হয়ে ওঠা একটি বিরল প্রজাতির শকুনকে গভীর বনে অবমুক্ত করা হয়েছে। বান্দরবানের থানচি রেঞ্জ বন বিভাগের তত্ত্বাবধানে তমাতুঙ্গির গভীর জঙ্গলে বুধবার (২০ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে শকুনটি অবমুক্ত করে উপজেলা প্রশাসন।

বন বিভাগের থানচি রেজ্ঞের রেঞ্জ কর্মকর্তা তৌহিদুল রহমান তগর জানান, গত ১০ ডিসেম্বর মিয়ানমার সীমান্তের বড় মদক এলাকার রেমাক্রী ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার লালপিয়াম বম অসুস্থ অবস্থায় বিরল প্রজাতির একটি শকুন উদ্ধার করে থানচি থানায় হস্তান্তর করেন। ওই দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দিন বন বিভাগের কাছে শকুনটি হস্তান্তর করেন। ১০ দিনের চিকিৎসায় শকুনটি সুস্থ হয়ে ওঠে।

অবমুক্ত করা সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মামুন বলেন, আজ থেকে শকুনটি মুক্ত। এই শকুনটি বাংলা শকুন নামে পরিচিত। পরিবেশ প্রকৃতি বিষয়ক আন্তর্জাতিক সংস্থা ইইউসিএন বিশ্বের মহাবিপন্ন প্রাণী হিসেবে এই শকুনের নাম ঘোষণা করেছিল। বন বিভাগ ও উপজেলা প্রশাসনের যৌথ সিদ্ধান্তে শকুনটি অবমুক্ত করা হয়েছে।

চাইমং/মাসুদ

সম্পর্কিত বিষয়:

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়