ঢাকা     শুক্রবার   ০৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২১ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ঠাকুরগাঁওয়ের দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁও প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৯:১৩, ১৭ ফেব্রুয়ারি ২০২৪  
ঠাকুরগাঁওয়ের দুই ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে দুই ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা চালানোর দায়ে শনিবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শামছুজ্জামান আসিফ এই জরিমানা করেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-২০১৩ এর ১৫ (১) ধারা লঙ্ঘন করায় রাণীশংকৈল উপজেলার মহেষপুর এলাকায় জেএমকে ও ফোর স্টার ব্রিকস নামে দুই প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই সময় ভাটা দুটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। অভিযানে পুলিশ ও রাণীশংকৈল উপজেলা ফায়ার সার্ভিস সার্বিক সহযোগিতা করে।

আরো পড়ুন:

এবিষয়ে জেলা প্রশাসক মাহাবুবুর রহমান জানান, নিয়ম বহির্ভূতভাবে ইটভাটা চালানোর দায়ে রাণীশংকৈলের দুই ইটভাটার মালিককে জরিমানা করা হয়েছে। আগামীতেও অভিযান অব্যাহত থাকবে।

মঈনুদ্দীন/মাসুদ

সর্বশেষ

পাঠকপ্রিয়