ঢাকা     বুধবার   ০১ মে ২০২৪ ||  বৈশাখ ১৮ ১৪৩১

যুবলীগ নেতাকে মারধর, উপজেলা চেয়ারম্যান কারাগারে

ময়মনসিংহ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ৪ মার্চ ২০২৪   আপডেট: ১৯:০২, ৪ মার্চ ২০২৪
যুবলীগ নেতাকে মারধর, উপজেলা চেয়ারম্যান কারাগারে

ভালুকা উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদ

ময়মনসিংহের ভালুকায় এক যুবলীগ নেতাকে মারধরের ঘটনায় দায়ের হওয়া মামলায় উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। সোমবার (৪ মার্চ) দুপুরে ময়মনসিংহ ৮ নং আমলী আদালতের বিচারক এ. কে রওশন জাহান এই আদেশ দেন। বাদী পক্ষের আইনজীবী শাহজাহান কবির সাজু বিষয়টি নিশ্চিত করেছেন।

আইনজীবী শাহজাহান কবির সাজু জানান, চার্জশিট দাখিলের দিনে মামলার প্রধান অভিযুক্ত আবুল কালাম আজাদ স্থায়ী জামিন আবেদন করেন। আদালতের বিচারক জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। 

প্রসঙ্গত, জেলা যুবলীগ নেতা মো. হুমায়ুন কবিরের একটি ফেইসবুক পোস্টকে কেন্দ্র করে ২০১৯ সালের ২৩ ডিসেম্বর উপজেলা চেয়ারম্যান আবুল কালাম আজাদের উপস্থিতিতে তার ওপর হামলার ঘটনা ঘটে। পরে ২২ দিন হাসপাতালে ভর্তি থাকার পর ২০২০ সালের ১৬ জানুয়ারি আবুল কালাম আজাদকে প্রধান আসামি করে পাঁচজনের নাম উল্লেখ করে যুবলীগ নেতা হুমায়ুন বাদী হয়ে মামলা করেন। প্রথমে ভালুকা থানা পুলিশ ও সবশেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন তদন্ত শেষে আদালতে অভিযোগ জমা দেয়।

মিলন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়