ঢাকা     বৃহস্পতিবার   ০২ মে ২০২৪ ||  বৈশাখ ১৯ ১৪৩১

বাসের ভাড়া বেশি নেওয়ায় জরিমানা 

কুষ্টিয়া প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:১৫, ৫ এপ্রিল ২০২৪  
বাসের ভাড়া বেশি নেওয়ায় জরিমানা 

ঈদকে সামনে রেখে কুষ্টিয়ার কুমারখালী থেকে ঢাকায় যাওয়া বাসের ভাড়া বেশি নেওয়ার অভিযোগে জরিমানা আদায় করা হয়েছে।

শুক্রবার (৫ এপ্রিল) দুপুরে কুমারখালী বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জামান এন্টারপ্রাইজ কর্তৃপক্ষকে ৫ হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি)  আমিরুল আরাফাত।

সহকারী কমিশনার (ভূমি) আমিরুল আরাফাত বলেন, ‘ঈদুল ফিতরের ছুটিতে গণপরিবহনে মানুষের যাতায়াতকে পুঁজি করে বাসের টিকিট কিনতে আসা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া নিচ্ছে কুমারখালী থেকে ঢাকা রুটে চলাচলকারী জামান এন্টারপ্রাইজ। এমন অভিযোগ পেয়ে মাঠ পর্যায়ে অভিযান পরিচালনা করে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে জামান এন্টারপ্রাইজ কাউন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা মূলত ১ হাজার টাকার ভাড়া ২০০ টাকা বাড়িয়ে ১২০০ করে টিকিট বিক্রি করছিলো।

অভিযান চলাকালে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ আলী ও কুমারখালী থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

কাঞ্চন/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়