ঢাকা     শনিবার   ২৭ জুলাই ২০২৪ ||  শ্রাবণ ১২ ১৪৩১

গরমে গলছে সড়কের পিচ

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ২৩ এপ্রিল ২০২৪   আপডেট: ১৮:৩৫, ২৩ এপ্রিল ২০২৪
গরমে গলছে সড়কের পিচ

গলে যাওয়া সড়কের পিচের ওপর স্যান্ডেলের সোলের ছাপ

প্রচণ্ড তাপদাহের কারণে গাজীপুরের কালিয়াকৈর-মাওনা সড়কের ১০টি স্থানে পিচ গলে যাচ্ছে। এর ফলে ওই সড়কে চলাচলকারী যানবাহনের পাশাপাশি ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষজন। তাপদাহের কারণে সড়কের কয়েকটি স্থানে এমন অবস্থার সৃষ্টি হয়েছে বলে দাবি সড়ক বিভাগের। 

গত কয়েকদিন ধরে কালিয়াকৈর-মাওনা সড়কের মেদিআশুলাই, চেয়ারম্যানবাড়ি, পাইকপাড়াসহ ১০টি স্থানে সড়কের পিচ গলে যাচ্ছে।

স্থানীয় বাসিন্দারা বলেন, দুপুরের দিকে সড়কে হাটতে গেলে পিচে আটকে যাচ্ছে জুতার সোল। সড়কের পিচ গলে যাওয়ার এমন দৃশ্য এই প্রথম দেখা যাচ্ছে। সড়কে যানবাহনগুলোও চলছে ধীরগতিতে। এমন পরিস্থিতি দেখতে অনেক মানুষ ভিড় করছেন সড়কে। সড়ক তৈরির সময় নিম্নমানের সমগ্রী ব্যবহার করা হয়েছে কিনা সেটিও খতিয়ে দেখা উচিত প্রশাসনের। 

পরিবহন চালকরা বলছেন, তীব্র গরম আর রোদে সড়কে পিচ গলে আঠালো হয়ে গেছে। সড়কে হেটে পার হতে গেলে জুতা আটকে যায়। এই সড়কে গাড়ি চালাইতেও ভয় লাগে। মনে হচ্ছে সড়কে অতিরিক্ত মাত্রায় বিটুমিন দেওয়ার কারণে ও নিম্নমানের জিনিসপত্র দিয়ে কাজ করায় পিচ গলে যাচ্ছে। 

গাজীপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. শরীফ বলেন, এই সড়কটি কিছুদিন আগে সংস্কার করা হয়েছে। প্রচণ্ড তাপদাহের কারণে সড়কের কয়েকটি  স্থানে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে।  

রেজাউল/মাসুদ

আরো পড়ুন  



সর্বশেষ

পাঠকপ্রিয়