ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:৪৪, ৩০ নভেম্বর ২০২৫   আপডেট: ১১:৪৬, ৩০ নভেম্বর ২০২৫
৬ লেনের দাবিতে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক অবরোধ

মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়ায় সড়ক অবরোধ করেন এলাকাবাসী

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীত করার দাবিতে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার কেরানীহাট এলাকার সড়কে ব্লকেড কর্মসূচি পালন করেছেন স্থানীয়রা। রবিবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে কেরানিহাট এলাকায় তারা সড়ক অবরোধ করেন। ফলে যানচলাচল বন্ধ হয়ে যায়।

আন্দোলনকারীরা জানান, কক্সবাজার মহাসড়কটি অতি দুর্ঘটনাপ্রবণ। প্রায় প্রতিদিনই এই সড়কে কোথাও না কোথাও দুর্ঘটনা ঘটে। বারবার দাবি জানানো হলেও সড়ক প্রশস্ত করার বিষয়ে কার্যকর পদক্ষেপ দেখা যায়নি। তাই বাধ্য হয়ে অবরোধের পথে যেতে হয়েছে তাদের।

আরো পড়ুন:

আন্দোলনে অংশ নেওয়া আহসানুল হক জানান, মহাসড়ক দেশের অর্থনীতি, পর্যটন এবং রোহিঙ্গাদের মানবিক সহায়তা পরিবহনের জন্য গুরুত্বপূর্ণ। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ কক্সবাজারে যাতায়াত করেন। অথচ, সড়কের বহু অংশ এখনো সরু। জাঙ্গালিয়া এলাকায় ঢালু ও বাঁক বেশি। রাতে লবণবাহী গাড়ি চলাচলের কারণে রাস্তা পিচ্ছিল হয়ে যায়। ফলে ঝুঁকি নিয়ে চলাচল করে বিভিন্ন ধরনের যানবাহন। এই সড়কে প্রতিদিন দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা পর্যটকরা।

কেরানীহাট ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর নূরে-আলম সিদ্দিকী জানান, চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ছয় লেনে উন্নীতকরণের দাবিতে ঘোষিত ব্লকেড কর্মসূচির কারণে যান চলাচল বন্ধ রয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে।

ঢাকা/রেজাউল/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়