ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ১ ব্যক্তির মৃত্যু

সিলেট প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২১:০২, ১৯ জুন ২০২৪  
বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ১ ব্যক্তির মৃত্যু

সিলেটের জকিগঞ্জ উপজেলায় বন্যার পানিতে মাছ ধরতে গিয়ে ডুবে আব্দুল হালিম (৫৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মুহিদপুর গ্রামের বাসিন্দা। বুধবার (১৯ জুন) নিজ গ্রামে তার মৃত্যু হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে আব্দুল হালিম বন্যার পানিতে মাছ ধরতে যান। তখন তিনি পানির স্রোতে নিখোঁজ হন। দুপুর ২টার দিকে শাহবাগ মুহিদপুর এলাকায় তার লাশ ভেসে ওঠে। নিহত আব্দুল হালিম পেশায় পিকআপ ভ্যানের চালক ছিলেন। তিন মেয়ে সন্তানের জনক।

আরো পড়ুন:

জকিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) মহরম আলী জানান, লাশ উদ্ধারের পর ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। 

নুর/বকুল 

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়