ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

সুনামগঞ্জে স্বল্প পরিসরে বাস চলাচল শুরু

সুনামগঞ্জ প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৮:০৫, ২৪ জুলাই ২০২৪  
সুনামগঞ্জে স্বল্প পরিসরে বাস চলাচল শুরু

সুনামগঞ্জ শহরের নতুন বাস স্টেশন এলাকা থেকে তোলা ছবি

দেশের বিভিন্ন স্থানে দুর্বৃত্তদের চালানো সহিংসতার কারণে গত বৃহস্পতিবার (১৮ জুলাই) থেকে সুনামগঞ্জের সঙ্গে সারাদেশের গণপরিবহণ চলাচল বন্ধ ছিল। টানা ছয়দিন বন্ধ থাকার পর বুধবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে জেলার অভ্যন্তরে এবং দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে। ফলে পরিবহন চালক-শ্রমিকসহ বিভিন্ন গন্তব্যে যেতে ইচ্ছুক যাত্রীদের মধ্যে স্বস্তি ফিরেছে।

এদিকে, সুনামগঞ্জের পৌর শহরের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যদের সতর্ক অবস্থায় দেখা গেছে। শহরে আগের মতোই চলাচল করতে দেখা গেছে ছোট-বড় পরিবহন সমূহ। 

আরো পড়ুন:

লিটন বাবু নামের এক বাস চালক বলেন, ‌‘কয়েকদিন পর আজ গাড়ি নিয়ে বের হয়েছি। যাত্রী খুবই কম। অনেক সময় অপেক্ষা করার পর দুই-একজন যাত্রী পাওয়া যায়। আধা ঘণ্টা থেকে এক ঘণ্টা পরে একটা গাড়ি (আন্তজেলা বাস) বের হচ্ছে।’

সুনামগঞ্জ পৌর শহরের ট্রাফিক পয়েন্ট এলাকা থেকে তোলা ছবি

সুনামগঞ্জের স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলামের ভাতিজা গত ৪দিন ধরে সিলেটের রাকিব রাবেয়া মেডিক্যাল হাসপাতালে ভর্তি রয়েছেন। তিনি বলেন, ‘যান চলাচন বন্ধ থাকায় আমার ভাতিজাকে দেখতে পারছি না। আমার পরিবার বারবার আমাকে ফোন করে সিলেট যাওয়ার জন্য বলেছেন। গাড়ি না চলায় যেতে পারিনি। শুনেছি, বাস  চলাচল শুরু করেছে। টার্মিনালে এসেছি সিলেটের বাস ধরতে।’

সুনামগঞ্জ বাস সমিতির ম্যানেজার হাবিবুর বাশার বশির বলেন, কারফিউ শুরু থেকে আমাদের গাড়ি (বাস) বন্ধ ছিলো। আজ সকাল ১০টা থেকে আমরা সীমিতভাবে গাড়ি সড়কে নামিয়েছি। যাত্রীর সংখ্যা খুবই কম।’ 

তিনি আরও বলেন, ‘গত কয়েকদিন ধরে গাড়ি বন্ধ থাকায় আমাদের অবস্থা খুবই ভয়াবহ। আমাদের অনেক শ্রমিক কষ্টে আছেন। অনেক শ্রমিক ও বাস চালকদের ঘরে খাবার নেই।’

সুনামগঞ্জ জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ জুয়েল মিয়া বলেন, ‘আজ সকাল থেকে স্বল্প পরিসরে আন্তজেলা ও দুই-একটি  দূরপাল্লার বাস চলাচল  শুরু হয়েছে।’ 

মনোয়ার/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়