ঢাকা     বৃহস্পতিবার   ১৮ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৪ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

পঞ্চগড়ে ২ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

পঞ্চগড় প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৫৩, ১৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৮:০৩, ১৮ ডিসেম্বর ২০২৫
পঞ্চগড়ে ২ ইটভাটার চিমনি ভেঙে দিল প্রশাসন

জেলা প্রশাসনের লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অভিযান চালিয়ে দুইটি ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) মেসার্স এম এম এল ব্রিক্স এবং মেসার্স এস এ আর ব্রিক্স ইটভাটার চিমনি ভেঙে দেওয়া হয়। বিচ্ছিন্ন করা হয় ভাটাগুলোর বিদ্যুৎ সংযোগ।

বোদা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আব্দুল কাদের ও জেলা প্রশাসনের সহকারী কমিশনার তাহমিদুর রহমানের নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. ইউসুফ আলী। ফায়ার সার্ভিস, আনসার ও পুলিশের একটি দল অভিযান পরিচালনায় সহযোগিতা করে।

ইউসুফ আলী বলেন, ‘‘সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বোদা পৌরসভা এলাকায় গড়ে ওঠা দুইটি অবৈধ ইটভাটায় অভিযান চালানো হয়েছে। পরিবেশ ছাড়পত্র ও প্রয়োজনীয় আইনানুগ অনুমোদন ছাড়াই দীর্ঘদিন ধরে ভাটাগুলো পরিচালিত হয়ে আসছিল। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’’

ঢাকা/নাঈম/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়