ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নরসিংদী কারাগারের ক্যান্টিন বয় অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:১৬, ২৯ জুলাই ২০২৪   আপডেট: ২২:১৮, ২৯ জুলাই ২০২৪
নরসিংদী কারাগারের ক্যান্টিন বয় অস্ত্রসহ গ্রেপ্তার

নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি ও দুটি ম্যাগজিনসহ আজিজুল নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। গতকাল রোববার রাতে উপজেলার হাসনাবাদ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত নরসিংদী জেলা কারাগারের ক্যান্টিন বয় বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (২৯ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়াত হোসেন পলাশ। গ্রেপ্তার আজিজুল রায়পুরের হাসানাবাদ এলাকার হানিফ মিয়ার ছেলে।

আরো পড়ুন:

ওসি সাফায়াত হোসেন পলাশ বলেন, গতকাল র‌্যাব হাসনাবাদ এলাকায় অভিযান চালায় র‌্যাব। সেখান থেকে নরসিংদী জেলা কারাগারের ক্যান্টিন বয় আজিজুল নামে একজনকে গ্রেপ্তার করে তারা। এসময় তার কাছ থেকে দুটি অস্ত্র, ১২ রাউন্ড গুলি এবং দুটি ম্যাগজিন জব্দ হয়। পরে র‌্যাব আসামিসহ উদ্ধারকৃত অস্ত্র ও গুলি রায়পুরা থানা হেফাজতে দেয়। এ ঘটনায় র‌্যাবের পক্ষ থেকে অস্ত্র আইনে মামলা হয়েছে। 

তিনি আরও জানান, গতকাল রাতে উপজেলার নিলক্ষ্যা ইউনিয়নে অভিযান চালায় পুলিশ। এসময় সোনাকান্দির মোর্শেদ মেম্বারের কাঠ বাগানের ভেতর থেকে ইউনুস নামে একজনকে গ্রেপ্তার করা হয়। তার হেফাজত থেকে দেশি প্রযুক্তিতে তৈরি ওয়ান শুটারগান, দুই রাউন্ড কার্তুজ এবং ২১০ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সংবাদ সম্মেলনে থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) প্রবীর কুমার ঘোষ, এসআই আব্দুল হালিম, রকিবুল ইসলাম, এএসআই জোবায়ের হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

হৃদয়/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়