ঢাকা     মঙ্গলবার   ১০ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ২৬ ১৪৩১

প্রবারণা পূর্ণিমা 

খাগড়াছড়িতে সকল ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের আহ্বান 

খাগড়াছড়ি প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১২:৩৭, ১৮ অক্টোবর ২০২৪   আপডেট: ১২:৪৪, ১৮ অক্টোবর ২০২৪
খাগড়াছড়িতে সকল ধর্মের আচার অনুষ্ঠান নির্বিঘ্নে পালনের আহ্বান 

সকল ধর্মের অনুষ্ঠান নির্বিঘ্নে ও নির্ভয়ে পালন করার আহ্বান জানিয়েছেন খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. শহীদুজ্জামান।

শুক্রবার (১৭ অক্টোবর) খাগড়াছড়ি জেলা সদরের ধর্মপুর আর্য্য বন বিহারে শুভ প্রবারণা পূর্ণিমা ২০২৪ উপলক্ষে আয়োজিত পূণ্যানুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে পুলিশ সুপার মো. আরেফিন জুয়েলও বক্তব্য রাখেন। 

জেলা প্রশাসক বলেন, সব ধর্মের সকল অনুষ্ঠানে আমরা সহযোগিতা করতে বদ্ধপরিকর।  সরকারের উপরের মহল থেকেও এরূপ নির্দেশনা আছে। আপনারা নির্বিঘ্নে আপনাদের ধর্মের আচার অনুষ্ঠান পালন করেন।

পুলিশ সুপার বলেন, আপনাদের সকল ধর্মীয় আচার অনুষ্ঠানে পুলিশ নিরাপত্তা দিতে প্রস্তুত। প্রয়োজনে তিন-চার স্তরের নিরাপত্তা প্রদান করা হবে।

এইদিন ধর্মীয় পূণ্যানুষ্ঠানের মধ্যে বুদ্ধমূর্তি দান, সংঘদান, অষ্ট উপাচার দান, হাজার প্রদীপ দান ও ধর্মীয় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে আর্য্য বন বিহারের অধ্যক্ষ ভদন্ত ভদ্দজী মহাস্থবির সভাপতিত্ব করেন।

রূপায়ন/টিপু


সর্বশেষ

পাঠকপ্রিয়