ঢাকা     মঙ্গলবার   ০৩ ডিসেম্বর ২০২৪ ||  অগ্রহায়ণ ১৮ ১৪৩১

রাজবাড়ী‌তে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

রাজবাড়ী সংবাদদাতা || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৫৮, ৩০ অক্টোবর ২০২৪  
রাজবাড়ী‌তে অস্ত্র মামলায় একজনের যাবজ্জীবন

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় অস্ত্র মামলায় এক যুবক‌কে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার (৩০ অক্টোবর) বিশেষ ট্রাইব্যুনাল আদালত-১ এর বিচারক মোসাম্মৎ জাকিয়া পারভীন এ রায় দেন।

দণ্ডিত যুবকের নাম আলম মণ্ডল (৩৫)। তিনি পাংশা উপজেলার পালেরডাঙ্গী গ্রামের রমজান মণ্ডলের ছেলে। রাষ্ট্রপক্ষের আইনজীবী উজির আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

আদালত ও মামলা সূত্র জানায়, ২০১৮ সালের ১০ সেপ্টেম্বর পাংশার পালেরডাঙ্গী গ্রামের একটি চায়ের দোকানের সামনে থেকে আলম মন্ডলকে আটক করে পাংশা থানা পুলিশ। এ সময় তার দেহ তল্লাশি করে একটি ওয়ান শুটারগান ও দুই রাউন্ড কার্তুজ পাওয়া যায়।

এ ঘটনায় পাংশা থানার তৎকালীন এএসআই মাসুদুল ইসলাম বাদী হয়ে মামলা করেন। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আলমকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পাশাপাশি অপর একটি ধারায় তাকে সাত বছরের কারাদণ্ড দিয়েছেন বিচারক।

রবিউল/কেআই


সর্বশেষ

পাঠকপ্রিয়