ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ল 

জ্যেষ্ঠ প্রতিবেদক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:৫৪, ৭ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৬:৫৬, ৭ ডিসেম্বর ২০২৫
জাতীয় নির্বাচনে ভোট গ্রহণের সময় বাড়ল 

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী নির্বাচনে ভোট গ্রহণ শুরু হবে সকাল সাড়ে ৭টায়। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত। 

রবিবার (৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ।

আরো পড়ুন:

তিনি জানান, নির্বাচন ও গণভোট—উভয়ের তফসিল চলতি সপ্তাহেই ঘোষণা করা হবে। তফসিল ঘোষণার আগে রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করবে নির্বাচন কমিশন। সোমবার বিটিভিকে চিঠি দেওয়া হবে তফসিল রেকর্ডিংয়ের জন্য।

এর আগে জাতীয় সংসদ নির্বাচনে ভোট গ্রহণ চলত সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত। এবার সময় বাড়ায় সাংগঠনিক প্রস্তুতি ও ভোটার উপস্থিতি—দুই দিক থেকেই কমিশন ইতিবাচক ফল আশা করছে।

বেসরকারি ব্যাংকের কর্মকর্তারা দায়িত্বে থাকবেন না
নির্বাচন কমিশনার জানান, আপাতত বেসরকারি ব্যাংকের কর্মকর্তাদের নির্বাচনি দায়িত্বে রাখা হবে না। প্রয়োজনীয় জনবল ও অন্যান্য দপ্তরের সহায়তায় দায়িত্ব বণ্টন করা হবে।

ঢাকা/এএএম/রফিক

সর্বশেষ

পাঠকপ্রিয়