ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না ইসরায়েল: নেতানিয়াহু

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১০:৪২, ৮ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১০:৪৪, ৮ ডিসেম্বর ২০২৫
ফিলিস্তিন রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না ইসরায়েল: নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন। তিনি বলেছেন, ইসরায়েল কখনোই ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের অনুমতি দেবে না, কারণ এর আসল উদ্দেশ্য হলো ‘একমাত্র ইহুদি রাষ্ট্র’ ধ্বংস করা।

রবিবার (৭ ডিসেম্বর) জেরুজালেমে জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে নেতানিয়াহু এই মন্তব্য করেন। খবর আরটির।

আরো পড়ুন:

মের্জ একটি স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের প্রতি বার্লিনের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করলেও নেতানিয়াহু তার সঙ্গে খোলাখুলিভাবে দ্বিমত পোষণ করেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী দাবি করেন, এই ধরনের একটি সত্তা ‘আমাদের দোরগোড়ায় আমাদের ধ্বংসের জন্য প্রতিশ্রুতিবদ্ধ’ হবে।

সশস্ত্র গোষ্ঠী হামাস শাসিত ফিলিস্তিনি ছিটমহলের কথা উল্লেখ করে নেতানিয়াহু বলেন, “গাজায় তাদের ইতিমধ্যেই একটি রাষ্ট্র ছিল এবং এটি একমাত্র ইহুদি রাষ্ট্র ধ্বংস করার চেষ্টা করার জন্য ব্যবহার করা হয়েছিল।” 

তিনি আরো বলেন, ইসরায়েল বিশ্বাস করে ‘আরব দেশগুলোর সঙ্গে একটি বৃহত্তর শান্তি এগিয়ে নেওয়ার’ এবং ‘আমাদের ফিলিস্তিনি প্রতিবেশীদের সাথে একটি কার্যকর শান্তি প্রতিষ্ঠার’ একটি পথ রয়েছে, যার মধ্যে একটি স্বাধীন সত্তা তৈরির প্রয়োজন নেই।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বারবার জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাবিত দ্বি-রাষ্ট্রীয় সমাধান প্রত্যাখ্যান করেছেন। এই পরিকল্পনায় ১৯৬৭ সালের ছয় দিনের যুদ্ধের পূর্বে বিদ্যমান যুদ্ধবিরতি রেখার মধ্যে একটি ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের কথা বলা হয়েছে, যার রাজধানী ছিল পূর্ব জেরুজালেম।

১৯৪৭ সালে জাতিসংঘের মূল বিভাজন পরিকল্পনায় পৃথক ইহুদি ও আরব রাষ্ট্রের প্রস্তাব করা হয়েছিল, কিন্তু পরবর্তী যুদ্ধের ধারাবাহিকতায় ইসরায়েল ফিলিস্তিনিদের জন্য বরাদ্দকৃত বেশিরভাগ ভূমি দখল করে নেয়।

আন্তর্জাতিক আইন অনুসারে অবৈধ বলে বিবেচিত পশ্চিম তীরের দখল নিয়ে এখনও আলোচনার বিষয়। কিন্তু তা সত্ত্বেও নেতানিয়াহু পশ্চিম তীরে নতুন বসতি সম্প্রসারণ পরিকল্পনা এগিয়ে নেওয়ার ইঙ্গিত দিয়েছেন, যা ভবিষ্যতে ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে।

ঢাকা/ফিরোজ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়