ঢাকা     সোমবার   ০৮ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৩ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

নতুন মার্কিন নিরাপত্তা কৌশলে রাশিয়া আর শত্রু নয়

আন্তর্জাতিক ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২২:৫২, ৭ ডিসেম্বর ২০২৫  
নতুন মার্কিন নিরাপত্তা কৌশলে রাশিয়া আর শত্রু নয়

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশলকে স্বাগত জানিয়েছে রাশিয়া। তারা এটিকে মস্কোর দৃষ্টিভঙ্গির সাথে ‘অনেকাংশ ক্ষেত্রে সামঞ্জস্যপূর্ণ’ বলে অভিহিত করেছে।

গত সপ্তাহে মার্কিন প্রশাসন প্রকাশিত ৩৩ পৃষ্ঠার এই নথিতে ইঙ্গিত দেওয়া হয়েছে যে ইউরোপ ‘সভ্যতাগত বিলুপ্তির’ মুখোমুখি হচ্ছে এবং রাশিয়াকে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য হুমকি হিসেবে চিহ্নিত করা হয়নি।

বিদেশী প্রভাব মোকাবেলা, গণ অভিবাসন বন্ধ করা এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) ‘সেন্সরশিপ’-এর অনুভূত অনুশীলন প্রত্যাখ্যান করা নিরাপত্তা কৌশলে অন্যান্য অগ্রাধিকার হিসাবে উল্লেখ করা হয়েছে।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস-এ প্রকাশিত এক সাক্ষাৎকারে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, “আমরা যে সমন্বয়গুলো দেখছি... তা আমাদের দৃষ্টিভঙ্গির সাথে অনেকাংশে সামঞ্জস্যপূর্ণ। আমরা এটিকে একটি ইতিবাচক পদক্ষেপ বলে মনে করি।”

ইইউ কর্মকর্তাদের আশঙ্কা কৌশলটিতে রাশিয়ার প্রতি নরম ভাষা গ্রহণ করা হয়েছে। এটি যুদ্ধের অবসানে মস্কোর প্রতি ওয়াশিংটনের প্রতিক্রিয়া দুর্বল করে দিতে পারে।

নথিতে সংঘাতের অবসান ঘটাতে মার্কিন প্রচেষ্টাকে বাধা দেওয়ার জন্য ইইউকে দায়ী করা হয়েছে এবং বলা হয়েছে যে মার্কিন যুক্তরাষ্ট্রকে ‘রাশিয়ায় কৌশলগত স্থিতিশীলতা পুনঃপ্রতিষ্ঠা করতে হবে’ যা ‘ইউরোপীয় অর্থনীতিকে স্থিতিশীল করবে।’

নতুন প্রতিবেদনে ‘পশ্চিমা পরিচয়’ পুনরুদ্ধারেরও আহ্বান জানানো হয়েছে। এতে দাবি করা হয়েছে যে ইউরোপ ‘২০ বছর বা তার কম সময়ের মধ্যে অচেনা হয়ে যাবে।...এটা স্পষ্ট নয় যে কিছু ইউরোপীয় দেশের অর্থনীতি এবং সামরিক বাহিনী নির্ভরযোগ্য মিত্র হিসেবে থাকার জন্য যথেষ্ট শক্তিশালী হবে কিনা।’
 

ঢাকা/শাহেদ

সর্বশেষ

পাঠকপ্রিয়