বাগেরহাটে কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিলো বিএনপি নেতারা
বাগেরহাট প্রতিনিধি || রাইজিংবিডি.কম
শনিবার মোংলার চাঁদপাই এলাকায় গরিব কৃষকদের জমিতে থাকা পাকা ধান কাটতে সহায়তা করেন বিএনপি নেতারা
বাগেরহাটের মোংলায় গরিব কৃষকদের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন বিএনপি নেতাকর্মীরা।
শনিবার (৩০ নভেম্বর) দুপুরে উপজেলার চাঁদপাই এলাকায় দলীয় ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নিয়ে স্বেচ্ছায় ধান কাটা কর্মসূচির উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামিম।
কৃষিবিদ শামিমুর রহমান শামিম বলেন, “বীজ তৈরি, হালচাষ, বীজ রোপণ, সার ও কীটনাশকের ব্যবহারসহ ধানের পরিচর্যায় কৃষকের অনেক টাকা খরচ হয়। শেষে ধান কেটে ঘরে তুলতেও দিনমজুরের খরচ দিতে হিমশিম খেতে হয় তাদের। তাই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা গরিব কৃষকদের ধান কেটে ঘরে পৌঁছে দিচ্ছেন। ফলে কৃষকরা উপকৃত হচ্ছেন। আজ নেতাকর্মীরা মোংলা উপজেলার দরিদ্র কৃষকদের ধান কেটে দিয়েছে।”
তিনি আরো বলেন, “গতকাল শুক্রবার আমাদের নেতাকর্মীরা রামপাল উপজেলার ছয়টি ইউনিয়নের গরিব কৃষকদের খেতের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন।”
ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন- উপজেলা কৃষকদলের সভাপতি আব্দুল ওয়াদুদ, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শেখ রুস্তম আলী, মোংলা পৌর বিএনপি'র সদস্য সচিব মাহবুবুর রহমান মানিক, যুগ্ম-আহবায়ক মোঃ ইমরান হোসেন, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু হানিফ শেখ, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ সাইফুল ইসলাম, যুগ্ম-আবায়ক নাহিদ হোসেন, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ঈমান হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক শাহজালাল সাব্বির, সদস্য সচিব মো: নুর উদ্দিন টুটুল, যুগ্ম-আহবায়ক মোহন উদ্দিন প্রমুখ।
ঢাকা/শহিদুল/মাসুদ