ঢাকা     সোমবার   ১৫ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ৩০ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির কোরাল

পটুয়াখালী (উপকূল) প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৭, ৬ ডিসেম্বর ২০২৪   আপডেট: ১৭:৪৪, ৬ ডিসেম্বর ২০২৪
জেলের জালে ধরা পড়ল ১৮ কেজির কোরাল

বলেশ্বর নদীর মোহনায় ধরা পড়া কোরাল মাছ। শুক্রবার সকালে মাছটি বিক্রি হয়েছে ২০ হাজার টাকায়

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরের মোহনায় জালাল মাঝি (৩৬) নামে এক জেলের জালে ধরা পড়েছে ১৮ কেজি ২০০ গ্রাম ওজনের কোরাল মাছ। শুক্রবার (৬ ডিসেম্বর) সকালে কুয়াকাটা মৎস্য মার্কেটে খলিল নামে এক মৎস্য ব্যবসায়ী নিলামের মাধ্যমে মাছটি ২০ হাজার টাকায় তার কাছ থেকে কিনে নিয়েছেন। এসময় মাছটি দেখতে ভিড় করেন উৎসুক জনতা।

এর আগে গতকাল বৃহস্পতিবার ভোরের দিকে বঙ্গোপসাগরের বলেশ্বর নদীর মোহনায় মাছটি ধরা পড়ে।

আরো পড়ুন:

জালাল মাঝি বলেন, “বৃহস্পতিবার ট্রলার নিয়ে মাছ ধরেতে যাই। বলেশ্বর নদীর সাগরের মোহনায় জাল ফেলার পর অন্যান্য মাছের সঙ্গে কোড়াল মাছটি ধরা পড়ে। ভালো দামে মাছটি বিক্রি করতে পেরেছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।”

মাছটির ক্রেতা খলিল মিয়া বলেন, “আমি দীর্ঘদিন মাছের ব্যবসা করি। এতো বড় কোরাল আসলে সব সময় পাওয়া যায় না। মাছটি দেখেই আমার পছন্দ হয়েছে। তাই ১১০০ টাকা কেজি দরে  মাছটি নিলামের মাধ্যমে ক্রয় করেছি। আশা করছি খুব ভাল দামে বিক্রি করতে পারবো।”

কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, “কোরাল মাছ খুবই সুস্বাদু। শিশুদের মানসিক বিকাশে কোরাল মাছ গুরুত্বপূর্ণ। পায়রা, বিষখালী, বলেশ্বর ও সুন্দরবনের মোহনাগুলোতে জেলেদের জালে ইলিশের পাশাপাশি এসব মাছ ধরা পড়ে। আশা করছি অন্যান্য জেলের জালেও বড় বড় মাছ ধরা পড়বে।”

ঢাকা/ইমরান/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়