ঢাকা     শুক্রবার   ১৮ এপ্রিল ২০২৫ ||  বৈশাখ ৫ ১৪৩২

চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ বিমানবন্দরে গ্রেপ্তার

চাঁদপুর প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১১:০৪, ৫ মার্চ ২০২৫   আপডেট: ১১:১০, ৫ মার্চ ২০২৫
চাঁদপুরের যুবলীগ নেতা ছেলেসহ বিমানবন্দরে গ্রেপ্তার

মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে রাকিব মাঝি

চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। এসময় তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহ-সম্পাদক রাকিব মাঝিকেও গ্রেপ্তার করা হয়।

গতকাল মঙ্গলবার ৪ মার্চ সকালে তাদের গ্রেপ্তার করা হয়। বুধবার (৫ মার্চ) সকালে এতথ্য নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া।

ওসি বাহার মিয়া বলেন, “শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ও জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ আলী মাঝি ও তার ছেলে নিষিদ্ধ ছাত্রলীগের জেলা সহ-সম্পাদক রাকিব মাঝিকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। মঙ্গলবার ৪ মার্চ সকালে তারা গ্রেপ্তার হন। বিমানবন্দর থানা থেকে দুইজনকে গ্রেপ্তারের বিষয়টি আমাদের জানানো হয়েছে। তাদের আনতে চাঁদপুর থেকে বিমানবন্দর থানায় পুলিশ সদস্যদের পাঠানো হয়েছে।”

আরো পড়ুন:

তিনি আরো বলেন, “গ্রেপ্তার মোহাম্মদ আলী ও তার ছেলে রাকিবের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় মামলা রয়েছে। গত বছর ৫ আগস্টের পর থেকে তারা বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিলেন।”

ঢাকা/অমরেশ/মাসুদ


সর্বশেষ

পাঠকপ্রিয়