ঢাকা     সোমবার   ২২ ডিসেম্বর ২০২৫ ||  পৌষ ৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নাগরিক আটক

ফেনী প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৬:০৭, ৭ এপ্রিল ২০২৫  
ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার নাগরিক আটক

সীমান্তে বিজিবির হাতে আটক তানজানিয়ার নাগরিক আমিনা শাবানি

ফেনীর পরশুরাম সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় তানজানিয়ার এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল রবিবার (৬ এপ্রিল) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জানগর ইউনিয়নের নিজ কালিকাপুর সীমান্ত এলাকা থেকে তাকে আটক করা হয়।

বিজিবির ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “আটক নারীকে পরশুরাম মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

আরো পড়ুন:

আটক নারীর নাম আমিনা শাবানি (৩৩)। তিনি তানজানিয়ার নায়মাঙ্গানা প্রদেশের বাসিন্দা।

বিজিবি জানায়, গত এক বছরে পরশুরামের নিজ কালিকাপুর ও বিলোনিয়া সীমান্ত এলাকা থেকে নাইজেরিয়া, সোমালিয়া, জাম্বিয়া ও সুদানের মোট ৯ জন নাগরিককে আটক করা হয়েছে।

বিজিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিজ কালিকাপুর বিজিবি ক্যাম্পের হাবিলদার আবদুল কুদ্দুসের নেতৃত্বে একটি দল পূর্ব নিজ কালিকাপুর গ্রামের মজুমদারবাড়ি মসজিদসংলগ্ন এলাকায় অভিযান চালায়। এ সময় বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে আমিনা শাবানিকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, “সীমান্তে নিরাপত্তা জোরদার, চোরাচালান রোধ ও অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি নিয়মিত অভিযান চালাচ্ছে।”

ঢাকা/সাহাব/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়