ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

কুড়িগ্রামে নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

কুড়িগ্রাম প্রতিনিধি  || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ২০:০৯, ৭ এপ্রিল ২০২৫  
কুড়িগ্রামে নদীতে নিখোঁজ মাদ্রাসা ছাত্রের মরদেহ উদ্ধার

হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিম

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার দুধকুমার নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া মাদ্রাসা ছাত্র হাফেজ মো. তাসিম বিল্লাহ সাজিমের (১৩) মরদেহ একদিন পর উদ্ধার হয়েছে। সোমবার (৭ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে তার মরদেহ ভেসে উঠতে দেখে এলাকাবাসী ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার করে।

তাসিম বিল্লাহ সাজিম নাগেশ্বরী পৌরসভার পুরাতন বাজারের বাসিন্দা জাহাঙ্গীর আলম মতি সরকারের ছেলে। সে ৪ মাস আগে নাগেশ্বরী দারুল আবরার ক্যাডেট মাদ্রাসা থেকে হাফেজি পাস করেছে।

আরো পড়ুন:

স্থানীয় ও পুলিশ সূত্র জানায়, রবিবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চার বন্ধু মিলে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের বড়মানী এলাকায় দুধকুমার নদীর তীরে বেড়াতে যায়। পরে সাজিম ও তার এক বন্ধু মিলে নদীতে গোসল করতে নেমে সাঁতার কেটে নদী পার হয়। ফেরার সময় মাঝ নদীতে ডুবে গিয়ে নিখোঁজ হয় সাজিম। এ সময় বাকিদের চিৎকারে আশপাশের লোকজন জড়ো হতে থাকে এবং তাকে খোঁজাখুঁজি করে ব্যর্থ হলে বিকেলে রংপুর থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ শুরু করে। তবে তাকে খুঁজে পায়নি।

নাগেশ্বরী ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ সাইফুল ইসলাম জানান, ঘটনাস্থলের আধা কিলোমিটার ভাটিতে মরদেহ ভাসতে থাকলে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ঢাকা/সৈকত/বকুল

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়