টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার
কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম
কক্সবাজারের টেকনাফে মাটির নিচে পুঁতে রাখা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) দুপুরে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের কেরুনতলী চাকমারকুল এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের নাম সৈয়দ মিয়া (২৮)। তিনি ওই এলাকার আব্দুল জলিলের ছেলে। টেকনাফ মডেল থানার ওসি মো. সাইফুল ইসলাম মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি বলেন, ‘‘সকালে খালের পাড়ে হাঁটাচলার সময় স্থানীয়রা মাটির নিচে পুঁতে রাখা যুবকের হাত ও হাঁটু বেরিয়ে থাকতে দেখেন। থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। মরদেহটি রশি দিয়ে বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যা করে মাটির নিচে পুঁতে রেখেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’’
ঢাকা/তারেকুর/রাজীব