ঢাকা     রোববার   ১৪ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৯ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার

কক্সবাজার প্রতিনিধি || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৪৩, ৯ এপ্রিল ২০২৫  
মাতামুহুরী নদীতে দুই শিশুর মৃত্যু, যুবকের লাশ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ার মাতামুহুরী নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (৯ এপ্রিল) সকালে উপজেলার কাকারা ইউনিয়নের দক্ষিণ কাকারা ফারুকিয়া মাদরাসা সংলগ্ন নদীতে মারা যায় তারা।

আজ দুপুরে লক্ষ্যারচর জালিয়াপাড়া ঘাট এলাকার মাতামুহুরী নদী থেকে নিখোঁজ এক যুবকের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। 

আরো পড়ুন:

বুধবার মারা যাওয়ারা হলো- দক্ষিণ কাকারার মো. রাশেদের ছেলে মো. মাসুম (৫) ও তার ফুফাতো বোন প্রবাসী ছাবের আহমদের মেয়ে আসমা (৬)।

স্থানীয়রা জানান, আজ সকাল সাড়ে ১১টার দিকে মাসুম ও আসমা নদীতে গোসলে নেমে নিখোঁজ হয়। পরে স্থানীয় লোকজন নদীতে তাদের মরদেহ ভাসতে দেখে উদ্ধার করেন।

অন্যদিকে, গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ৩টার দিকে লক্ষ্যারচর-জালিয়াপাড়া ঘাট এলাকায় পায়ে হেঁটে নদী পার হওয়ার সময় পানিতে ডুবে যান এক যুবক। তাকে উদ্ধারে স্থানীয়রা নদীতে জাল ফেলেন। পরে চট্টগ্রাম থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকালে ওই যুবকের মরদেহ উদ্ধার করে।

চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম বলেন, “নিহত দুই শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অজ্ঞাত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। কেউ দাবি না করলে, ময়নাতদন্ত শেষে আঞ্জুমান মফিদুল ইসলামের মাধ্যমে যুবকের মরদেহ দাফনের ব্যবস্থা নেওয়া হবে।”

ঢাকা/তারেকুর/মাসুদ

সম্পর্কিত বিষয়:

সর্বশেষ

পাঠকপ্রিয়