এটা অবহেলা, আমি বিচার চাই: সাজিদের বাবা
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
বাড়ির সামনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গর্তে পড়ে মারা যাওয়া শিশু সাজিদের বাবা রাকিবুল ইসলাম
ছেলের মৃত্যুর ঘটনায় বিচার চেয়ে শিশু সাজিদের বাবা রাকিবুল ইসলাম বলেছেন, “আমি ফুটফুটে একটা সন্তান হারিয়েছি। আমার একটা কলিজা হারায় ফেলছি। গোটা পৃথিবী থাকলেও আমি আর ওকে পাব না।”
ছেলের মৃত্যুর জন্য গর্ত খনন করা ব্যক্তির অবহেলাকে দায়ী করে তিনি বলেন, ‘যারা হাউজিং করেছে, এটা তাদেরই কাজ। গর্তের মুখে তারা অন্য কিছু দিত, তারা যদি একটা নিশানা দিত- তাহলে এ রকমটি ঘটত না। তারা কিচ্ছু দেয়নি।’
আরো পড়ুন: ‘আল্লাহ তুমি আমার ছাওয়ালেক কাড়া নিও না’
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর তানোর উপজেলার কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের বাড়ির সামনে সাংবাদিকদের কাছে এসব কথা বলেন তিনি।
রাকিবুল ইসলাম বলেন, “কীভাবে ঘটনা ঘটেছে তা সবাই দেখেছে। আমি বিচার চাই। প্রশাসনিকভাবে যে বিচার করবে আমি তাতেই সন্তুষ্ট। সঠিক যেটা সেটা আমাকে দিবে।”
“এখন আমার কিছু করণীয় নাই। এখন শুধু দোয়া করা লাগবে। যেহেতু, আল্লাহই দিয়েছে, আল্লাহর জিনিস আল্লাহ নিয়ে গেছে। কিন্তু অবহেলা হয়েছে, এটা একমাত্র অবহেলা। এছাড়া আর কিছু না”, যোগ করেন এই বাবা।
গত বুধবার দুপুরে বাড়ির পাশে গভীর নলকূপের জন্য খনন করা ৮ ইঞ্চি ব্যাসাধের পরিত্যক্ত এক গর্তে পড়ে যায় শিশু সাজিদ। ৩২ ঘণ্টা পর মাটির প্রায় ৫০ ফুট নিচ থেকে গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে তাকে উদ্ধার করে ফায়ার সার্ভিসের সদস্যরা। হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সাজিদকে মৃত ঘোষণা করেন।
ঢাকা/কেয়া/মাসুদ