ঢাকা     বৃহস্পতিবার   ১১ ডিসেম্বর ২০২৫ ||  অগ্রহায়ণ ২৭ ১৪৩২

Risingbd Online Bangla News Portal

২৮ ঘণ্টা ধরে গর্তে শিশু সাজিদ, উদ্ধার হয়নি এখনো

নিউজ ডেস্ক || রাইজিংবিডি.কম

প্রকাশিত: ১৭:৩৮, ১১ ডিসেম্বর ২০২৫   আপডেট: ১৭:৪০, ১১ ডিসেম্বর ২০২৫
২৮ ঘণ্টা ধরে গর্তে শিশু সাজিদ, উদ্ধার হয়নি এখনো

এস্কেভেটর মেশিন দিয়ে চলছে মাটি খনন কাজ। ছবি: সংগৃহীত

রাজশাহীর তানোরে নলকূপের পরিত্যক্ত গর্তে পড়ে যাওয়ার পর ২৮ ঘণ্টা পার হলেও দুই বছরের শিশু সাজিদকে এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। শিশুটিকে উদ্ধারে বুধবার থেকেই চেষ্টা করছেন ফায়ার সার্ভিস সদস্যরা।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) বিকেলে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন রাজশাহী ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম। তিনি বলেন, ‘‘এখন পর্যন্ত ৪৫ ফুট গর্ত খোঁড়া হয়েছে। তবে, শিশুটির সন্ধান মেলেনি। ফায়ার ফাইটাররা আরো নিচের দিকে নামতে শুরু করেছেন।’’

ফায়ার সার্ভিসের পরিচালক লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম জানান, গর্তটি ১৫০ থেকে ২০০ ফুট গভীর। শিশুটি এ দীর্ঘ গর্তের যেকোনো জায়গায় আটকে থাকতে পারে।

তিনি বলেন, “এত গভীর গর্ত থেকে দ্রুত কাউকে বের করে আনার মতো প্রযুক্তি বিশ্বের খুব কম দেশেই আছে। নিরাপত্তার স্বার্থে আমরা পাশের জায়গায় সমান্তরাল গর্ত করে অনুসন্ধান চালাচ্ছি। এ ধরনের অভিযানে উন্নত দেশেও ৭৫–৭৮ ঘণ্টা পর্যন্ত সময় লাগে।”

তাজুল ইসলাম জানান, প্রথমদিকে ৩৫ ফুট পর্যন্ত ক্যামেরা পাঠানো হলেও কিছু দেখা যায়নি। এখন পর্যন্ত ৪৫ ফুট গর্ত খোঁড়া হয়েছে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

এর আগে, বুধবার দুপুরে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় নলকূপের খোলা মুখ দিয়ে ভেতরে পড়ে যায় সাজিদ। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। বর্তমানে ৮টি ইউনিট কাজ করছে।

ঢাকা/রাজীব

সর্বশেষ

পাঠকপ্রিয়