‘আল্লাহ তুমি আমার ছাওয়ালেক কাড়া নিও না’
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
ছেলে সাজিদকে জীবিত ফেরত পেতে উৎকণ্ঠায় সময় কাটাচ্ছেন মা রুনা খাতুন
রাজশাহীর তানোরে গভীর নলকূপের জন্য খনন করা সরু গভীর গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধারে নির্ঘুম রাত কেটেছে উদ্ধারকর্মীদের। সঙ্গে উৎকণ্ঠায় রাত কেটেছে স্বজনদেরও। গতকাল বুধবার বিকেল গড়িয়ে সন্ধ্যা, সন্ধ্যা গড়িয়ে রাত, রাত গড়িয়ে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টা পর্যন্ত উদ্ধার করা যায়নি শিশুটিকে।
আজ সকালে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামে ঘটনাস্থলের অদূরে সন্তানকে ফিরে পেতে মা রুনা খাতুন আহাজারি করছিলেন। তার আহাজারিতে ভারী হয়ে ওঠে চারপাশ। তিনি বিলাপ করে বলতে থাকেন, “আল্লাহ তুমি কাড়া (কেড়ে) নিও না আল্লাহ।”
আরো পড়ুন: সাজিদকে উদ্ধারে ৪০ ফুট গর্ত করে চলছে সুড়ঙ্গ করার কাজ
আহাজারি করতে থাকা মা রুনা খাতুন বলেন, “আল্লাহ আমার ছাওয়ালেক (ছেলে) কত কষ্ট করে মানুষ (বড়) করেছি। আল্লাহ তুমি কাড়া (কেড়ে) নিও না। আল্লাহ আমি কষ্ট করে মানুষ (বড়) করব। তুমি কাড়া (কেড়ে) নিও না আল্লাহ। আল্লাহ তুমি আমার ছাওয়ালেক (ছেলে) আমার বুকে আইনা দাও আল্লাহ। আল্লাহ তুমি কাড়া (কেড়ে) নিও না আল্লাহ।”
বুধবার (১০ ডিসেম্বর) দুপুরে গভীর নলকূপ বসানোর জন্য খনন করার ৮ ইঞ্চি ব্যাসার্ধের একটি গর্তে পড়ে যায় ২ বছর বয়সী শিশু সাজিদ। সে কোয়েলহাট পূর্বপাড়া গ্রামের রাকিবুল ইসলামের ছেলে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় শেষ খবর পাওয়া পর্যন্ত শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। সকাল হতে না হতে উদ্ধার অভিযান স্থলে শত শত উৎসুক মানুষ ভিড় জমিয়েছেন। তাদের সরাতে বেগ পেতে হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের।
ফায়ার সার্ভিসের কর্মীরা সরু গর্তটির পাশে প্রায় ৪০ ফুট গভীর করে খনন করেছেন। এরপর পাশের সরু গর্ত পর্যন্ত সুড়ঙ্গ করা হচ্ছে। তবে শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি।
ঢাকা/কেয়া/মাসুদ