অবশেষে গর্তে পড়ে যাওয়া শিশু সাজিদকে উদ্ধার
রাজশাহী প্রতিনিধি || রাইজিংবিডি.কম
রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের গর্তে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খান শিশু সাজিদকে উদ্ধারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে বলেন, ‘‘উদ্ধারকারী দল গর্তের পাশে খনন করা সুড়ঙ্গ পদ্ধতির মাধ্যমে শিশুটিকে তুলে এনেছে।’’
ফায়ার সার্ভিসের পরিচালক (অপারেশন ও মেনটেইন্যান্স) লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘‘রাত ৯টার দিকে শিশুটিকে অচেতন অবস্থায় উদ্ধারের পর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে। তার শারীরিক অবস্থা সম্পর্কে চিকিৎসকেরা জানাবেন।’’
স্থানীয়রা জানান, তানোর উপজেলার কোয়েল হাট গ্রামে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে। এ এলাকায় এখন গভীর নলকূপ বসানোর বিষয়ে নিষেধাজ্ঞা আছে। এরপরও ওই গ্রামের কছির উদ্দিন নামের এক ব্যক্তি তার জমিতে পানির স্তর পাওয়া যায় কি না, সেটা যাচাই করার জন্য গর্তটি খনন করেছিলেন। সেই গর্ত ভরাটও করেছিলেন; কিন্তু বর্ষায় মাটি বসে গিয়ে নতুন করে গর্ত সৃষ্টি হয়।
বুধবার দুপুরে মায়ের সঙ্গে হেঁটে যাওয়ার সময় সাজিদ সেই গর্তে পড়ে যায়। এরপর প্রায় ৩২ ঘন্টা সেখানে আটকে ছিল শিশুটি। সে কোয়েল হাট পূর্বপাড়া গ্রামের মো. রাকিবুল ইসলামের ছেলে। সাজিদ গর্তে পড়ে যাওয়ার খবরে প্রথমে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। পরে ৮টি ইউনিট যোগ দেয়। দীর্ঘ সময় চেষ্টার পরে অবশেষে শিশুটির সন্ধান পায় তারা।
ঢাকা/কেয়া/রাজীব